
ঘাটাল: বাঁশ এখনও খাটানো। প্যান্ডেলের কাপড়ও খোলা হয়নি। দুর্গাপুজোর শেষে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে বিভিন্ন সরঞ্জাম। হঠাৎই সকাল থেকে পচা গন্ধ নাকে আসছিল স্থানীয় বাসিন্দাদের। তাঁরা প্রথমে ভেবেছিলেন, ইঁদুর কিংবা বিড়ালের মৃত্যু হয়েছে বাঁশের চাপে। কিন্তু প্যান্ডেলের পিছনে যেতেই গায়ে কাঁটা দিয়ে ওঠে সকলের। দুর্গাপুজো প্যান্ডেলের পাশ থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচাগলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। দেহর পাশে পড়ে ছিল মোটর বাইক ও হেলমেট। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার রামচন্দ্রপুর এলাকায়।
সাত নম্বর ওয়ার্ড রামচন্দ্রপুর আশুতোষ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হয়েছিল দুর্গাপুজো। সেই দুর্গাপুজো প্যান্ডেলের পেছন থেকে উদ্ধার হল অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির পচা দেহ। স্থানীয় বাসিন্দারা সকালে মাঠে গিয়ে প্রথমেই পচা গন্ধ পান। খোঁজ করে প্যান্ডেলের পেছনে গাছে দেখতে পান, এক ব্যক্তির পচাগলা দেহ ঝুলছে গাছে।
গাছের নীচে পড়ে রয়েছে একটি মোটর বাইক, হেলমেট । বাইকের নম্বর ধরে স্থানীয় বাসিন্দারা খোঁজ করেন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ওই বাইকটি চন্দ্রকোণার বাসিন্দা প্রশান্ত ঘোড়ইয়ের। তবে দেহটি তাঁর কিনা, তা স্পষ্ট নয়। কারণ শরীর থেকে চামড়া খসে পড়েছে, তাতে চেনার উপায় নেই। প্রশান্ত এলাকায় কোনও আত্মীয়ের বাড়ি যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন।
দেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঘাটাল থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। তবে এটি খুন নাকি অন্য কোনও রহস্য রয়েছে, তার সব দিক খতিয়ে দেখছে ঘাটাল থানার পুলিশ।