Medinipur: মুখে রেখেছিলেন কই, মাছ ধরতে গিয়ে করুণ পরিণতি

Medinipur: বুধবার সকালে টিপটিপ বৃষ্টি পড়ছিল। তার মধ্যে দেবু বাড়ি থেকে বেরিয়ে পড়েন মাছ ধরতে। বর্ষার জলে খালি হাতের মাধ্যমেই জমা জলাশয়ে কই মাছ ধরেন দেবু।

Medinipur: মুখে রেখেছিলেন কই, মাছ ধরতে গিয়ে করুণ পরিণতি
কই মাছ ধরতে গিয়ে মৃত্যুImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 19, 2025 | 5:07 PM

মেদিনীপুর:   বর্ষার জলে কই মাছ ধরতে গিয়ে ঘটে গেল মর্মান্তিক ঘটনা! কই মাছের লোভে প্রাণ হারালেন এক যুবক। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৬ নম্বর জলিমান্দা অঞ্চলের বুড়াগেড়িয়া এলাকায়। পুলিশ জানিয়েছে,  মৃত যুবকের নাম দেবু সিং, বয়স আনুমানিক ৩৩।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বুধবার সকালে টিপটিপ বৃষ্টি পড়ছিল। তার মধ্যে দেবু বাড়ি থেকে বেরিয়ে পড়েন মাছ ধরতে। বর্ষার জলে খালি হাতের মাধ্যমেই জমা জলাশয়ে কই মাছ ধরেন দেবু।

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রথমে তিনি জলাশয় থেকে একটি মাছ ধরেন। পরে আরও একটি মাছ ধরেন। তৃতীয় মাছটি ধরার সময় তিনি একটি মাছকে মুখে ধরে মাছটি ধরতে যান। সেই সময় হঠাৎই মুখে রাখা মাছটি অসাবধানতাবশত ঢুকে যায় গলার ভিতরে! দম আটকে আসতে থাকে তাঁর।

প্রত্যক্ষদর্শীরাই তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নিয়ে যান মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। তবে চিকিৎসকরা তাঁকে শেষ রক্ষা করতে পারেননি। হাসপাতালে নিয়ে যাওয়ার পরই মৃত ঘোষণা করা হয় দেবু সিংকে। ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া।