Medinipur: পরীক্ষার্থীরা পৌঁছে গিয়েছিল সময়েই, এলেন না পরীক্ষকরাই! বাতিল হয়ে গেল পরীক্ষাই

Ashim Bera | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 08, 2023 | 5:52 PM

Medinipur: স্কুলে চলছে ফাইনাল পরীক্ষা। বৃহস্পতিবার জেলায় দিনভর বৃষ্টি হয়েছে। প্রাকৃতিক দুর্যোগকে মাথায় নিয়েই স্কুলে যায় ছাত্রছাত্রীরা। কিন্তু স্কুলে যাননি শিক্ষকরা। কোনও নোটিস ছাড়াই প্রাকৃতিক দুর্যোগের কারণে স্কুল বন্ধ করে দিয়েছেন শিক্ষকরা।

Medinipur: পরীক্ষার্থীরা পৌঁছে গিয়েছিল সময়েই, এলেন না পরীক্ষকরাই! বাতিল হয়ে গেল পরীক্ষাই
মেদিনীপুরের সেই স্কুল
Image Credit source: TV9 Bangla

Follow Us

মেদিনীপুর: পরীক্ষা চলাকালীনই হঠাৎ করে অঘোষিত স্কুল ছুটি। বৃষ্টি মাথায় স্কুলে গিয়ে পরীক্ষা না দিয়ে ফিরে গেল ছাত্রছাত্রীরা। ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা স্কুলে দেখালেন বিক্ষোভ। স্কুলে আসেনি শিক্ষকরা, বৃষ্টি মাথায় উপেক্ষা করেই পরীক্ষা দিতে স্কুলে যায় ছাত্র ছাত্রীরা।  কিন্তু স্কুল যাননি শিক্ষকরা। তাই পরীক্ষা না দিয়েই বৃষ্টি মাথায় উপেক্ষা করে বাড়ি ফিরে যেতে হয় ছাত্র-ছাত্রীদের। আর তাতেই ক্ষুদ্ধ হয়ে যান ছাত্রছাত্রী, অভিভাবকরা। শুক্রবার স্কুল খুলতেই অভিভাবকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের নবীন মহেশপুর কৃষ্ণনগর কামিনী বালা উচ্চ বিদ্যালয়ের ঘটনা।

স্কুলে চলছে ফাইনাল পরীক্ষা। বৃহস্পতিবার জেলায় দিনভর বৃষ্টি হয়েছে। প্রাকৃতিক দুর্যোগকে মাথায় নিয়েই স্কুলে যায় ছাত্রছাত্রীরা। কিন্তু স্কুলে যাননি শিক্ষকরা। কোনও নোটিস ছাড়াই প্রাকৃতিক দুর্যোগের কারণে স্কুল বন্ধ করে দিয়েছেন শিক্ষকরা। অভিভাবকদের বক্তব্য, প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়ে যেখানে ছাত্র-ছাত্রীরা স্কুলে আসতে পারল সেখানে ১৭ জন শিক্ষকের মধ্যে কোনও শিক্ষক কেন স্কুলে আসতে পারলেন না। তারই প্রতিবাদে স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা।

যদি এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক অজয় পোড়ের দাবি, “১৭ জনের মধ্যে চার জন শিক্ষক এসেছিলেন। আমার একটু শারীরিক অসুস্থতার কারণে বৃষ্টির জন্য স্কুলে আসিনি। তবে কয়েকজন মাত্র ছাত্রকে খবর দেওয়া হয়েছিল।” এক কথায় গাফিলতির কথা স্বীকার করে নেন স্কুলের প্রধান শিক্ষক।

Next Article