পশ্চিম মেদিনীপুর: গ্রামে এতদিন ধরে আস্তানা গেড়েছিল ভিন রাজ্য থেকে আসা দুষ্কৃতীরা। ঘাটালের বীরসিংহ গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরে শান্ত প্রিয় আলুই গ্রামে এখন চরম আতঙ্কের ছায়া। জেলা পুলিশের তৎপরতায় আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করা হয়েছে তাঁদের। রবিবার বিকালে হঠাৎ করেই আলুই গ্রামে বিশাল পুলিশ বাহিনী গিয়ে গ্রামটিকে ঘিরে ফেলে। গ্রামেরই কমল রানা নামে পেশায় গাড়িচালকের বাড়িতেই নাকি আস্তানা গেড়েছে ভিন রাজ্যের বেশ কিছু দুষ্কৃতী।
এসটিএফ-এর কাছ থেকে এমনই খবর আসে জেলা পুলিশের কাছে। খবর পেয়ে গ্রেফতার করতে তৎপর হয় জেলা পুলিশ। দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টা পর গ্রেফতার করা হয় তাদের। এমনই জানিয়েছেন জেলা পুলিশ সুপার ধৃতীমান সরকার। ধৃতদের কাছ থেকে তিনটি পিস্তল, কার্তুজ উদ্ধার করা হয়েছে। একাধিক ডাকাতির পরিকল্পনা ছিল বলেও জানিয়েছেন পুলিশ সুপার, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে সারের গোডাউন সমস্ত কিছুই ডাকাতির পরিকল্পনা ছিল তাদের।
পুলিশ দুষ্কৃতীদের গ্রেফতার করলেও, চরম আতঙ্কে শান্ত প্রিয় আলুই গ্রামের বাসিন্দারা, তারা চাইছে ঝাড়গ্রাম থেকে আসা আলুই গ্রামের বর্তমানে বাসিন্দা কমল জানার চরম শাস্তি হোক। পুলিশ সূত্রে খবর ধৃতদের তোলা হবে ঘাটাল আদালতে।