Ghatal: ‘গানের গলা ভাল হবে’, নাবালিকা ছাত্রীকে ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার গানের শিক্ষক

Ghatal: পুলিশ তাঁকে গ্রেফতার করার আগে সব অভিযোগ অস্বীকার করেছিলেন ওই গানের শিক্ষক। পুলিশ গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় তিনি বলেন, "স্যারকে সব ঘটনা খুলে বলেছি। ভুল হয়ে গিয়েছে আমার। মেয়েটি আমার নাতনির মতো।"

Ghatal: গানের গলা ভাল হবে, নাবালিকা ছাত্রীকে ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার গানের শিক্ষক
গানের গলা ভাল হবে বলে ছাত্রীকে ওষুধ খেতে দিতেন অভিযুক্ত গানের শিক্ষক

| Edited By: সঞ্জয় পাইকার

May 25, 2025 | 10:52 PM

ঘাটাল: নিজের বাড়িতে গান শেখাতেন নাবালিকা ছাত্রীকে। সেখানেই ওষুধ খাইয়ে নাবালিকাকে অবচেতন করে লাগাতার ধর্ষণের অভিযোগ গানের শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ দায়ের হতেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের দাসপুরের।

অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে গান শেখান বছর উনষাটের অভিযুক্ত ব্যক্তি। গানের গলা ভাল হবে জানিয়ে ছাত্রীকে ‘হোমিওপ্যাথি ওষুধ’ খেতে দিতেন। আর ওই ওষুধ খাওয়ার পর অবচেতন হয়ে পড়ত নাবালিকা। দিনের পর দিন এভাবে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। অভিযুক্তকে ওই ওষুধ দিত এক ব্যক্তি। ওই ব্যক্তি নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। তার নামেও অভিযোগ দায়ের হয়েছে। তার খোঁজ চালাচ্ছে পুলিশ।

জানা গিয়েছে, গানের ক্লাস করে বাড়ি ফেরার পর নাবালিকা ঝিমিয়ে থাকত। এভাবে দিনের পর দিন চলার পর পরিবারের লোকজনের সন্দেহ হয়। তখনই নাবালিকা ছাত্রীটি তার পরিবারকে বিষয়টি জানায়। তারপর গানের শিক্ষকের বিরুদ্ধে দাসপুর থানায় অভিযোগ দায়ের করে পরিবারের লোকজন। পুলিশ জানিয়েছে, পকসো আইনে অভিযুক্ত গানের শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গীর খোঁজ চলছে। সূত্রের খবর, পুলিশের জিজ্ঞাসাবাদে নিজের কৃতকর্মের কথা স্বীকার করেছেন অভিযুক্ত গানের শিক্ষক।

এদিকে, পুলিশ তাঁকে গ্রেফতার করার আগে সব অভিযোগ অস্বীকার করেছিলেন ওই গানের শিক্ষক। পুলিশ গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় তিনি বলেন, “স্যারকে সব ঘটনা খুলে বলেছি। ভুল হয়ে গিয়েছে আমার। মেয়েটি আমার নাতনির মতো।” নাতনির মতো মেয়ের সঙ্গে কেন তিনি এমন করলেন? প্রশ্ন শুনে মাথা নিচু করে পুলিশ ভ্যানে গিয়ে উঠে পড়েন ধৃত গানের শিক্ষক।