Paschim Medinipur: মাঠে না গেলে জুটবে না ভাত! বাড়ি ফিরে যুবতী মেয়ের অবস্থা দেখে শিউর উঠলেন পরিবারের সদস্যরা

Paschim Medinipur: অভিযোগ দায়ের হতেই আর খোঁজ পাওা যাচ্ছিল না অভিযুক্তের। সোমবার ভোরে শেষ পর্যন্ত তাঁকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার তাঁকে অভিযুক্তকে মেদিনীপুর আদালতে পাঠায় সবং থানার পুলিশ।

Paschim Medinipur: মাঠে না গেলে জুটবে না ভাত! বাড়ি ফিরে যুবতী মেয়ের অবস্থা দেখে শিউর উঠলেন পরিবারের সদস্যরা
অভিযুক্তের কঠোর শাস্তির দাবি নির্যাতিতার পরিবারে সদস্যদের Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Feb 18, 2025 | 3:39 PM

সবং: পড়ানোর অছিলায় ৯ বছররে নাবালিকাকে দিনের পর দিন শারীরিক হেনস্থার অভিযোগ। রাতেই অভিযুক্ত গৃহ শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানা এলাকায়। এবার পশ্চিম মেদিনীপুর থেকে এল আরও এক চাঞ্চল্যকর অভিযোগ। বিশেষভাবে সক্ষম যুবতীকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। 

পরিবার সূত্রে খবর, কয়েকদিন আগে বাড়ির সবাই মাঠে ধানের কাজে চলে যায়। এদিকে সেই সময় বাড়িতে একাই ছিলেন ওই যুবতী। অভিযোগ, সেই সময় ওই প্রতিবেশী বাড়িতে ঢুকে তাঁর উপর শারীরিক নির্যাতন করে। ধর্ষণ করে। মাঠের কাজ শেষ করে পরিবারের লোকজন বাড়িতে ফিরে এলে তাঁদের কাছে সবটা খুলে বলেন ওই যুবতী। অভিযোগ, ঘটনা জানাজানি হতেই যুবতীকে শাসাতে থাকেন অভিযুক্ত। যদিও শেষ পর্যন্ত সবং থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। 

এদিকে অভিযোগ দায়ের হতেই আর খোঁজ পাওা যাচ্ছিল না অভিযুক্তের। সোমবার ভোরে শেষ পর্যন্ত তাঁকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার তাঁকে অভিযুক্তকে মেদিনীপুর আদালতে পাঠায় সবং থানার পুলিশ। পাঁচ দিনের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। যদিও সমস্ত সওয়াল জবাব শেষে বিচারক দু’দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। নির্যাতিতার গোপন জবানবন্দীও নেওয়া হয়।