Netai massacre case: জেল থেকে বেরোতেই ফুল ছিটল মাথায়, গলায় মালা, নেতাই গণহত্যা মামলায় জামিন পেতেই ২ সিপিএম নেতাকে ঘিরে কর্মীদের উচ্ছ্বাস

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 03, 2023 | 11:29 AM

Netai massacre case: দীর্ঘদিন পর দুই নেতাকে ফিরে পেতে বিকেল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগারের সামনে ভিড় জমান বাম কর্মী সমর্থকরা।

Netai massacre case: জেল থেকে বেরোতেই ফুল ছিটল মাথায়, গলায় মালা,  নেতাই গণহত্যা মামলায় জামিন পেতেই ২ সিপিএম নেতাকে ঘিরে কর্মীদের উচ্ছ্বাস
নেতাই গণহত্যা মামলা

Follow Us

মেদিনীপুর: মঙ্গলবারই হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন নেতাই কাণ্ডের (Netai massacre ) মূল তিন অভিযুক্ত ডালিম পান্ডে , অনুজ পান্ডে, তপন দে। বৃহস্পতিবার দুপুরে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে এসে পৌঁছয় ডালিম পান্ডে ও তপন দের জামিনের কাগজ। এরপর সন্ধ্যায় মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে মুক্তি পেলেন এই দুই অভিযুক্ত। বৃহস্পতিবার সন্ধ্যায় রীতিমতো উৎসবের আমেজ তৈরি হয় মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার চত্বরে । দীর্ঘদিন পর দুই নেতাকে ফিরে পেতে বিকেল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগারের সামনে ভিড় জমান বাম কর্মী সমর্থকরা। সন্ধ্যায় কেন্দ্রীয় সংশোধনাগার থেকে বেরিয়ে আসার পর অভ্যর্থনা জানিয়ে দুই নেতাকে কাছে টেনে নেন দলীয় কর্মীরা।

উল্লেখ্য, ২০১১ সালের ৭ই জানুয়ারি নেতাই গণহত্যার ঘটনা ঘটে। লালগড়ের নেতাই গ্রামে রথীন দণ্ডপাটের বাড়ি থেকে সিপিএমের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে গ্রামবাসীদের ওপর নির্বিচারে গুলি চালানোর অভিযোগ উঠেছিল। ঘটনায় প্রাণ যায় ৯ জনের, ২৮ জন আহত হন। এর কিছুদিন পরেই সরকারে পালাবদল দেখেছিল গোটা রাজ্য। তদন্তে নেমে ২০১৪ সালের২৮ শে এপ্রিল গ্রেফতার করা হয় তিন অভিযুক্তকে। ভারতীয় দণ্ডবিধির ১২০ B, ১৪৮, ১৪৯, ৩২৬, ৩০৭ সহ একাধিক ধারায় মামলা রুজু হয়। প্রভাবশালীর তত্ত্বে দীর্ঘদিন বন্দিদশায় কাটাতে হয় নেতাই কাণ্ডের মূল তিন অভিযুক্তকে। অবশেষে প্রায় ৮ বছর পর সংশোধনাগার থেকে জামিনে মুক্ত হলেন দুই সিপিআইএম নেতা।

পঞ্চায়েত ভোটে দলের পাশে থেকেই যে লড়াই করবেন এমনই বার্তা দিয়েছেন বন্দিদশা থেকে মুক্ত হওয়া দুই সিপিআইএম নেতা। উল্লেখ্য এখনও পর্যন্ত এই ঘটনায় জামিনে মুক্ত হয়েছেন ফুল্লরা মন্ডল-সহ ১০ জন অভিযুক্ত। নেতাই গণহত্যার মূল তিন অভিযুক্তের জামিনকে অবশ্য মোটেও ভালো চোখে দেখছে না শাসক দল তৃণমূল। ডালিম পান্ডে , তপন দেরা যে অপরাধ করেছে মানুষ সেই অপরাধকে কখনও ক্ষমা করবে না বলেই দাবি জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতির। শাসক দল তৃণমূল যাই বলুক না কেন তৎকালীন দাপুটে নেতাদের কাছে পেয়ে যথেষ্ট উচ্ছ্বসিত বাম শিবির।

Next Article