
মেদিনীপুর: তৃণমূল সাংসদ দেবের তহবিলের টাকায় হাসপাতালে তৈরি করে দেওয়া হয়েছিল নাইট শেল্টারে। কোটি টাকা ব্যায়ে তৈরি হয়েছিল ওই ভবন। রোগীর পরিবার-পরিজনদের হাসপাতালে রাত কাটাতে যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্যই এটি তৈরি করা হয়েছিল। তবে কোথায় কী! তীব্র গরমেও ঘুরছে না কোনও পাখা, ভেঙে পড়ে রয়েছে ইলেকট্রিক বোর্ড। বেরিয়ে এসেছে তার। গরমের মধ্যেই দিন কাটাতে হচ্ছে রোগীর পরিজনদের।
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে তৈরি হয়েছিল এই নাইট শেল্টার। তৈরি করতে প্রায় দু কোটি টাকা খরচ হয়েছিল। এখন তার যা বেহাল দশা, তাতে চরম সমস্যায় পড়েছেন রোগীর পরিজনেরা। তাঁদের অভিযোগ, যাত্রী নিবাসে চলে না কোনও পাখা, নোংরা আবর্জনা হয়ে পড়ে রয়েছে, বাড়ছে মশার উপদ্রব। এমনকী নাইট শেল্টার যাত্রী নিবাসে ঘুরে বেড়াচ্ছে কুকুরও।
এই বিষয়ে ঘাটাল মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার মহেশ্বর মান্ডি ক্যামেরার কিছু বলতে চাননি। তবে তিনি জানিয়েছেন এ ব্যাপারে অভিযোগ পেয়েছেন, তাড়াতাড়ি সমস্যার সমাধান করে দেওয়া হবে।
তবে এই বিষয়ে পুরো অভিযোগ স্বীকার করে নিয়েছেন ঘাটাল পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মধ্যক্ষ পঞ্চানন মণ্ডল। তিনি বলেন, “আমি হাসপাতালের সুপারের সঙ্গে কথা বলে খুব তাড়াতাড়ি নাইট শেল্টারের পাখাগুলি ঠিক করব। রোগীর পরিজনেরা শীঘ্রই গরম থেকে রেহাই পাবে।”