AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Paschim Medinipur: বিজয়ী-বিজেতা তো বটেই, এই ম্যাচে সেরা দর্শকও কত টাকার পুরস্কার পাবেন জানেন? চন্দ্রকোণায় জমজমাট টুর্নামেন্ট

Chandrakona Football Match: ৬ লক্ষ টাকার ফুটবল ধামাকা। এর জন্য লাগছে না কোনও প্রবেশমূল্য। ফাইনালে বিজয়ী দল পাবে তিন লক্ষ টাকা ও ট্রফি, বিজিত দল পাবে দুই লক্ষ টাকা ও ট্রফি। সেমিফাইনালে বিজিত দল পাবে ৫০ হাজার টাকা। এমনকি সেরা দর্শকের জন্যও থাকছে আকর্ষণীয় পুরস্কার।

Paschim Medinipur: বিজয়ী-বিজেতা তো বটেই, এই ম্যাচে সেরা দর্শকও কত টাকার পুরস্কার পাবেন জানেন? চন্দ্রকোণায় জমজমাট টুর্নামেন্ট
চন্দ্রকোণায় ফুটবল প্রতিযোগিতাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 22, 2025 | 2:54 PM
Share

পশ্চিম মেদিনীপুর: শীতের মরশুম। হিমেল পরশ। রাজ্যের নানান প্রান্তে ফুটবল ম্যাচের আয়োজন হচ্ছে। বিজয়ী বিজেপিতাদের জন্য চমকপ্রদ উপহারও থাকছে। কিন্তু চন্দ্রকোণার এই ফুটবল টুর্নামেন্টে দর্শকদের জন্যও থাকছে আকর্ষণীয় পুরস্কার। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণায় ‘সম্প্রীতি কাপ ২০২৫’ আয়োজিত হয়েছে। জাকির হোসেন স্মৃতি সঙ্ঘের উদ্যোগে হচ্ছে এই ফুটবল টুর্নামেন্ট। তিন দিন ধরে চলবে খেলা।

৬ লক্ষ টাকার ফুটবল ধামাকা। এর জন্য লাগছে না কোনও প্রবেশমূল্য। ফাইনালে বিজয়ী দল পাবে তিন লক্ষ টাকা ও ট্রফি, বিজিত দল পাবে দুই লক্ষ টাকা ও ট্রফি। সেমিফাইনালে বিজিত দল পাবে ৫০ হাজার টাকা। এমনকি সেরা দর্শকের জন্যও থাকছে আকর্ষণীয় পুরস্কার। সেরা দর্শক, অর্থাৎ যিনি সকাল থেকে রাত পর্যন্ত সব কটা ম্যাচ দেখবেন, তারপর প্রশ্নের উত্তরে জবাব দিতে পারলেই জিতে যাবেন আকর্ষণীয় পুরস্কার।

যিনি সেরা দর্শক হবেন, তাঁকে দেওয়া হবে স্কুটি-মোটরসাইকেল। সোমবার এই ফুটবল খেলার উদ্বোধন করেন ইংলিশ চ্যানেল জয়ী সাঁতারু আরফিন জাবি। ফুটবল খেলাকে ঘিরে হাজার হাজার মানুষের জমায়েত। এদিন এই ফুটবল খেলায় সংবাদ মাধ্যমের করা প্রশ্নের মেসির কলকাতার বিষয় নিয়ে প্রতিক্রিয়া দেন আরফিন।

ক্লাব সদস্য মিজাবুর রহমান খান জানান, ২২ তারিখ থেকে টুর্নামেন্ট শুরু হচ্ছে। চলবে তিন দিন। ১৯৬৯ সালে ক্লাব প্রতিষ্ঠিত হয়। তারপর থেকেই খেলা চলছে। আরফিন জাবি বলেন, “খুবই আগ্রহী আমরা এই টুর্নামেন্ট নিয়ে। শুরুতেই জমে গিয়েছে। ইচ্ছা আছে ২৪ তারিখ পর্যন্ত দেখার। আমরা মেসি-রোনাল্ডোকে দেখি। কিন্তু আমাদের বাংলাতেও প্রচুর অখ্যাত ভাল খেলোয়াড় রয়েছেন। আমাদের সুনীল ছেত্রীর জন্য এই বাড়াবাড়ি নয় কেন? ওনারা তো আমাদেরই প্রতিনিধিত্ব করেন বাইরে গিয়ে!”