Ghatal Sishumela 2024: ঘাটালের শিশুমেলায় ওপেন টেন্ডার, শাসক-বিরোধিতায় সরব বাম-বিজেপি

Ghatal: ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ঘাটাল শিশুমেলা। এই নিয়ে ৩৫তম বছরে পা দিতে চলেছে ঘাটাল উৎসব ও শিশু মেলা। এই মেলা কমিটির সভাপতি ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস, চেয়ারম্যান তৃণমূলের ঘাটাল ব্লক সভাপতি দিলীপ মাজি, যুগ্ম সাধারণ সম্পাদক ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা দেব ও তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান শঙ্কর দোলুই।

Ghatal Sishumela 2024: ঘাটালের শিশুমেলায় ওপেন টেন্ডার, শাসক-বিরোধিতায় সরব বাম-বিজেপি
মেলা নিয়ে ওপেন টেন্ডার। Image Credit source: TV9 Bangla

| Edited By: সায়নী জোয়ারদার

Dec 14, 2023 | 10:00 PM

মেদিনীপুর: ঘাটালের শিশুমেলায় ওপেন টেন্ডার। আর সেই ওপেন টেন্ডার ঘিরে শুরু রাজনৈতিক তরজা। ঐতিহ্যবাহী এই শিশুমেলায় এবার ওপেন টেন্ডার হয়েছে ১ কোটি ৪৯ লক্ষ টাকার। এদিকে টেন্ডারপর্ব শুরু হতেই বিরোধীরা এই মেলাকে ব্যবসার আধার বলে দাবি করছে। শাসকদলের দাবি, স্বচ্ছতার সঙ্গেই সবটা হচ্ছে।

ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ঘাটাল শিশুমেলা। এই নিয়ে ৩৫তম বছরে পা দিতে চলেছে ঘাটাল উৎসব ও শিশু মেলা। এই মেলা কমিটির সভাপতি ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস, চেয়ারম্যান তৃণমূলের ঘাটাল ব্লক সভাপতি দিলীপ মাজি, যুগ্ম সাধারণ সম্পাদক ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা দেব ও তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান শঙ্কর দোলুই।

শিশুমেলা উপলক্ষে বৃহস্পতিবার মেলার মাঠ ওপেন টেন্ডার হয়। সেখানেই এই বিপুল টাকার অঙ্ক আসে। যা নিয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের খোঁচা, এক সময় এই মেলা ঘাটালের মানুষের গর্ব ছিল। এখন এখানে অন্য জিনিস চলে। তাঁর বক্তব্য, “এবারও দেখছি ওপেন টেন্ডার হয়েছে ১ কোটি ৪৯ লক্ষ টাকা। কিন্তু তার কোনও হিসাব থাকবে না।”

ঘাটালের সিপিআইএম নেতা রাজীব মহাপাত্রেরও কটাক্ষ, “ঘাটালের শিশুমেলা তো এখন বকলমে তৃণমূলের মেলায় পরিণত হয়েছে। দীর্ঘদিন বামেরা সরকারে ছিল। কিন্তু মেলা এখানকার মানুষই করতেন। তৃণমূল নেতাদের ভিড় সেখানে।” যদিও এসব কথা মানতে নারাজ মেলার যুগ্ম সাধারণ সম্পাদক তথা তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান শঙ্কর দোলুই। তাঁর দাবি, মেলায় স্বচ্ছতা রাখতেই তো ওপেন টেন্ডার করা হয়েছে।