নারায়ণগড়: পুরী থেকে ফেরার পথে নারায়ণগড়ের উকুনমারিতে ভয়াবহ বাস দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল পর্যটক বোঝাই বাস। সূত্রের খবর, আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন যাত্রী। ১১ জনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। তবে এখনও পর্যন্ত মৃত্যুর কোনও খবর মেলেনি।
জানা গিয়েছে, একদিন আগে পুরী থেকে বাংলার উদ্দেশ্যে রওনা হয়েছিল বাসটি। ফেরার পথে রবিবার ভোর চারটে নাগাদ নারায়ণগড়ের উকুনমাড়ির কাছে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। রাস্তার পাশের নয়ানজুলিতে উল্টে যায় পর্যটক বোঝায় বাসটি। সূত্রের খবর, বাসে থাকা সব যাত্রীরই বাড়ি মুর্শিদাবাদে। পুরী গিয়েছিলেন ভ্রমণের উদ্দেশ্যেই। এ ঘটনায় ২৫ জন কমবেশী আহত হন। স্থানীয়দের তৎপরতায় তড়িঘড়ি তাঁদের নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে।
সেখানে ১১ জনের অবস্থার অবনতি হলে তাঁদের স্থানান্তিরত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনায় নারায়ণগড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কিন্তু, কীভাবে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন চালক তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তিনি মদ্যপ অবস্থায় ছিলেন কিনা, বাসে কোনও যান্ত্রিক গোলযোগ ছিলেন কিনা সবটাই খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু করেছে নারায়ণগড় থানার পুলিশ।