Khanakul Physical Harassment: ‘ঘরের ভিতর ঢুকে দেখি উলঙ্গ অবস্থায়…’, বিশেষভাবে সক্ষম যুবতীকে ধর্ষণের অভিযোগ

Woman Harassment: পরিবারের দাবি, দরজা খুলে দেখেন অভিযুক্ত প্রৌঢ় যুবতীর সঙ্গে আপত্তিকর অবস্থায় রয়েছেন। তারপরই স্থানীয়রা তাঁকে ধরে ফেলেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই প্রৌঢ়কে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Khanakul Physical Harassment: ঘরের ভিতর ঢুকে দেখি উলঙ্গ অবস্থায়..., বিশেষভাবে সক্ষম যুবতীকে ধর্ষণের অভিযোগ
যুবতীকে ধর্ষণের অভিযোগImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 06, 2025 | 10:57 AM

খানাকুল: রাজ্যে আবারও নারী নির্যাতনের অভিযোগ। এক বিশেষভাবে সক্ষম যুবতীকে ধর্ষণের অভিযোগ গ্রেফতার এক প্রৌঢ়। ঘটনাটি ঘটেছে হুগলির তাঁতিশালে। জানা গিয়েছে, প্রতিবন্ধী ওই যুবতীকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেছেন বৃদ্ধ। উঠছে তেমনটাই অভিযোগ।

জানা গেছে, বুধবার ওই বিশেষভাবে সক্ষম যুবতী প্রতিদিনের মতো বাড়ির পাশের এলাকায় ঘুরতে বেরিয়েছিলেন। অভিযোগ, সেই সময় প্রতিবেশী প্রৌঢ় তাঁকে প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে ডাকেন। তারপরই চলে অসহ্য অত্যাচার। তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এবার বহুক্ষণ কেটে গেলেও মেয়েটি বাড়ি না ফেরায় চিন্তা হয় পরিবারের। উদ্বিগ্ন হয়ে ওঠে। শুরু হয় খোঁজাখুঁজি। তারপর সন্দেহবশত প্রতিবেশীর বাড়ির পাশে গেলে ওই যুবতীর গলার আওয়াজ পান তাঁর মা।

পরিবারের দাবি, দরজা খুলে দেখেন অভিযুক্ত প্রৌঢ় যুবতীর সঙ্গে আপত্তিকর অবস্থায় রয়েছেন। তারপরই স্থানীয়রা তাঁকে ধরে ফেলেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই প্রৌঢ়কে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরিবারের লোকজন থেকে প্রতিবেশীরা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

আমি বাড়িতে কাজ সারছি। আমার মেয়েকে আমি চায়ের জন্য ডাকব বলে গিয়েছি। সেই সময় হঠাৎ দেখি ঘরে নেই। ওকে খুঁজতে খুঁজতে কিছুটা এগিয়ে ওই প্রৌঢ়ের বাড়ি যাই। বাইরে থেকে একটা গোঙানির আওয়াজ পেয়ে দরজা ঠেলে ভিতরে ঢুকি। তখনই মেয়ে উলঙ্গ। আর ওই লোকটা আমার মেয়েটার সঙ্গে সেক্স করছে। আমি ঠেলে লোকটাকে সরিয়ে ফেলি। আমি চাই ওর শাস্তি হোক।”