Paschim Medinipur: কাজের প্রাপ্য চাল আনতে গিয়ে বচসা, আদিবাসী মহিলার মাথায় কোদাল দিয়ে আঘাত

Ashim Bera | Edited By: জয়দীপ দাস

Apr 06, 2023 | 8:36 PM

Paschim Medinipur: ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার মাছগেড়িয়া গ্রামে। এই গ্রামের বাসিন্দা শুভাশিস মাইতির বাড়িতে কাজ করেছিল গ্রামেরই আদিবাসী পরিবারের মহিলা চম্পা সিং (৪৫)।

Paschim Medinipur: কাজের প্রাপ্য চাল আনতে গিয়ে বচসা, আদিবাসী মহিলার মাথায় কোদাল দিয়ে আঘাত
তুমুল বিক্ষোভ আদিবাসীদের

Follow Us

দাসপুর: কাজের প্রাপ্য চাল আনতে গিয়ে মালিক পক্ষের কোদালের আঘাতে গুরুত্বর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক আদিবাসী মহিলা (Tribal Women)। এবার সেই ঘটনায় অভিযুক্ত মালিকের শাস্তির দাবিতে ওই গ্রামে রাস্তা ঘেরাও করে বিক্ষোভে সামিল আদিবাসী সংগঠনের নেতা কর্মীরা। ঘটনাস্থলে দাসপুর থানার বিশাল পুলিশ।

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার দাসপুর থানার মাছগেড়িয়া গ্রামে। এই গ্রামের বাসিন্দা শুভাশিস মাইতির বাড়িতে কাজ করেছিল গ্রামেরই আদিবাসী পরিবারের মহিলা চম্পা সিং (৪৫)। অভিযোগ, এদিন দুপুরে মালিকের বাড়িতে কাজের পারিশ্রমিকের চাল আনতে গেলে চম্পা সিংয়ের সঙ্গে বচসা হয় শুভাশিস ও তাঁর ছেলের। অভিযোগ, সেই সময়েই চম্পার মাথায় কোদালের আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা চম্পা সিংকে উদ্ধার করে দাসপুর গ্রামীণ হাসপাতাল নিয়ে যান। সেখান তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এ ঘটনার পর থেকেই ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে থাকেন দাসপুরের একাধিক আদিবাসী সংগঠনের নেতা-কর্মীরা। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তিরও দাবি তোলা হয়।

বিকালে মাছগেড়িয়া গ্রামে অভিযুক্ত মালিকের বাড়ি থেকে কিছু দূরে ওই গ্রামের রাস্তা ঘেরাও করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার ওসি-সহ বিশাল পুলিশ বাহিনী। এলাকার এক আদিবাসী নেতা বলেন, যে ভাবে চম্পাকে মারা হয়েছে তা আমরা মানছি না। দোষীদের দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি। যতক্ষণ না শাস্তি দেওয়া হয়েছে ততক্ষণ এই বিক্ষোভ জারি থাকবে। অন্যদিকে এ ঘটনায় ইতিমধ্যে দাসপুর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। 

Next Article