ঘাটাল: তৃণমূলের (TMC) বুথ কার্যালয়ে হামলার অভিযোগ। শুধু তাই নয়, ভাঙচুরের পাশাপাশি মারধরের অভিযোগ উঠল। কাঠগড়ায় সিপিএম (CPM)। ঘটনার পর চাপা উত্তেজনা তৈরি হয়েছে ঘাটালের (Ghatal) কোতুলপুরে। অভিযোগ অস্বীকার সিপিএম-এর।
পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কিসমত কোতুলপুর এলাকার ঘটনা। জানা গিয়েছে, শুক্রবার বিকেলে ওই এলাকায় ভোটের জন্য চলছিল মিছিল। সিপিএম-এর পক্ষ থেকে সেই মিছিল করা হয়। অভিযোগ, সেখান থেকেই তৃণমূলের বুথ কার্যালয়ে হামলার অভিযোগ ওঠে সিপিএম-এর বিরুদ্ধে। শুধু তাই নয়, তৃণমূল নেতৃত্বর দাবি, পাটি অফিসে ঢুকে সিপিএম-এর লোকজন তাঁদের মারধর করেছে। খবর ঘটনাস্থলে যায় ঘাটাল থানার পুলিশ।
এই ঘটনার পর থেকেই উত্তপ্ত ঘাটাল। শাসকদলের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও, সিপিএম অভিযোগ অস্বীকার করে বলেছে যে, এইসব দাবি মিথ্যে। ওই এলাকায় একসময় যাঁরা তৃণমূল করত তাঁরা এখন বামেদের দিকে চলে এসেছে। এটাই শাসক গোষ্ঠীর রাগ। ওই এলাকায় থাকা সিপিএমের একটি পার্টি অফিস তৃণমূল ভেঙে গুড়িয়ে দিয়েছিল। কাল ওখানকার আমাদের কর্মীরা সেই পার্টি অফিসে পতাকা বেঁধে ফিরছিলেন। সেই সময় প্ররোচনার সৃষ্টি করে তৃণমূল। এতেই উভয়ের মধ্যে বচসা হয়। এর থেকে বেশি কিছু হয়নি। কোনও রকম মারধর পার্টি অফিস ভাঙচুর হয়নি।
যদিও, তৃণমূল বলেছে মিছিল চলাকালীনই তাদের উপর হামলা চালিয়েছে সিপিএম কর্মীরা।