ঘাটাল: গ্রাম পঞ্চায়েতের উপসমিতি গঠনকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা। ব্যাপক সংঘর্ষ বিজেপি ও তৃণমূলের মধ্যে। ব্যাপক মারধরের অভিযোগ, বিজেপির গ্রাম পঞ্চায়েত প্রধান-সহ পঞ্চায়েত সদস্যদের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিজেপি ও তৃণমূল সমর্থকদের। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর ইড়পালা গ্রাম পঞ্চায়েতে।
প্রসঙ্গত, এদিনই ইড়পালা গ্রাম পঞ্চায়েতের উপ সমিতি গঠন হওয়ার কথা ছিল। আগে থেকেই ঠিক ছিল দিনক্ষণ। কিন্তু, সকাল থেকে সেই কাজ শুরু হতেই ক্রমেই তপ্ত হতে শুরু করে এলাকা। সংঘর্ষে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপির কর্মী সমর্থকেরা। একে অপরের বিরুদ্ধে তুলতে থাকেন মারধরের অভিযোগ। এই গ্রাম পঞ্চায়েতে ১৫টি আসনের মধ্যে আটটি পায় বিজেপি। সাতটি যায় শাসকদল তৃণমূল কংগ্রেসের দখলে। সদস্য সংখ্যায় বেশি হওয়ায় স্বভাবতই বোর্ড গঠন করে বিজেপি। কিন্তু, তখনও নাটকের অনেক বাকি।
দেখা যায়, কয়েকদিন আগে এক বিজেপির পঞ্চায়েত সদস্য দলবদল করে ফেলেন। চলে আসেন তৃণমূলে। তাতেই একটা ক্ষোভের আগুন ছিল ঘাসফুল শিবিরের অন্দরে। এরইমধ্যে ঘটে গেল এ ঘটনা। এদিনের সংঘর্ষের ঘটনায় বিজেপির গ্রাম পঞ্চায়েত প্রধান বাসন্তী পড়ে মারাত্মকভাবে জখম হয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। আহত হয়েছেন পদ্ম শিবিরের আরও অনেক সদস্য। তাঁদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ঘাটাল হাসপাতালে।