Paschim Medinipur: সুরাটে গিয়ে হেনস্থার শিকার পিংলার ১৬ শ্রমিকের, সরাসরি মমতাকে ফোন, তারপর…

Paschim Medinipur: মাত্র ৭ দিন আগে গুজরাটের সুরাটে ফ্লিক কার্টের একটি মেশিন তৈরির কারখানায় কাজে গিয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার গোবর্ধনপুর ও কেলেয়াড়া এলাকার প্রায় ১৬ জন বাসিন্দা।

Paschim Medinipur: সুরাটে গিয়ে হেনস্থার শিকার পিংলার ১৬ শ্রমিকের, সরাসরি মমতাকে ফোন, তারপর...
পরিযায়ী শ্রমিকImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 30, 2025 | 1:55 PM

পশ্চিম মেদিনীপুর: গুজরাটের সুরাটে গিয়ে বাংলাদেশি সন্দেহে পুলিশি হেনস্থার স্কীকার পশ্চিম মেদিনীপুরের পিংলার ১৬ বাসিন্দা।মুখ্যমন্ত্রীর টোল ফ্রি নম্বরে ফোন করে স্বস্তি।

মাত্র ৭ দিন আগে গুজরাটের সুরাটে ফ্লিক কার্টের একটি মেশিন তৈরির কারখানায় কাজে গিয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার গোবর্ধনপুর ও কেলেয়াড়া এলাকার প্রায় ১৬ জন বাসিন্দা। দু’দিন আগেই বাংলাদেশি সন্দেহে তাঁদের বাসায় হঠাৎ করেই পুলিশ গিয়ে তুলে এনে মারধর করে বলে অভিযোগ। বাংলাদেশি দাগিয়ে দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি তাঁদের থানায় নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ তুলেছে এই কয়েকজন। এক শ্রমিক বলেন, “আমি গুজরাটে গিয়েছিলাম কাজে। রাত ২-৩ টে নাগাদ পুলিশ এসে আমাকে তুলে নিয়ে গেল। আমাকে প্রচুর মারধর করে, সব নথি দেখালাম, তারপরও অনেক রাতে ছেড়েছে।”

রাজ্যের পরিযায়ী শ্রমিক বাইরে রয়েছে, তাঁরা কোনও সমস্যায় পড়লে তাঁদের জন্য হেল্প লাইন নম্বর চালু করে এই রাজ্য। সেই নম্বরেই ফোন করে স্বস্তি পেল ১৬ জন বাসিন্দা। বর্তমানে তাঁরা কোম্পানির অধীনে তাঁদের বাসাতে ঠিক ভাবে আছে৷ বাংলাদেশি সন্দেহেই তাঁদের এই অবস্থা হয়েছিল জানায় ওই ব্যক্তিরা। স্বস্তিতে ওই ব্যক্তিদের পরিবার। তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের ওপর অত্যাচারের অভিযোগ তুলে আগেই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তায় নেমে চলে প্রতিবাদও। এই পরিস্থিতিতে এই ঘটনা তাৎপর্যপূর্ণ।