Paschim Medinipur: শোকেসের নীচের তাকে রাখা একটা তাঁতের শাড়িতেই ছিল রহস্য! মাটির বাড়ির গৃহকর্তার বাড়িতে সেই খোঁজেই টিম

Paschim Medinipur: মঙ্গলবার রাতে নিজেদের বাড়িতে তালা দিয়ে পাশে থাকা মাটির বাড়িতে রাত কাটিয়েছিলেন পরিবারের সদস্যরা। বুধবার সকালে বাড়ির তালা খুলতে এসে দেখেন, ভাঙ্গা। ভেতরে জিনিসপত্র ছড়ানো ছিটানো ।

Paschim Medinipur: শোকেসের নীচের তাকে রাখা একটা তাঁতের শাড়িতেই ছিল রহস্য! মাটির বাড়ির গৃহকর্তার বাড়িতে সেই খোঁজেই টিম
মাটির বাড়ির সামনে গৃহকর্তাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 18, 2025 | 10:47 AM

পশ্চিম মেদিনীপুর: প্রতিবেশীর মাটির বাড়ি। রাতের সেই বাড়িতেই ছিল খাওয়াদাওয়া। খাওয়াদাওয়া সেরে সেখানেই থেকে গিয়েছিলেন দম্পতি। নিজেদের ঘরে তালা লাগানো ছিল। সকালে উঠে যখন বাড়িতে গেলেন, ততক্ষণে সব শেষ! বাড়ির দরজার গেটের তালা ভাঙা। সবটাই বুঝে গিয়েছিলেন দম্পতি। হুড়মুড়িয়ে চলে যান শোওয়ার ঘরে। সেখানেই রাখা শোকেস, আলমারি। সব খোলা, জিনিসপত্র লন্ডভন্ড। শোকেসের শাড়ির পুঁটলির মধ্যে রাখা ছিল গয়না। সেই শাড়িও হাওয়া। দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল চন্দ্রকোণা রোডের রাঙ্গামাটি এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে নিজেদের বাড়িতে তালা দিয়ে পাশে থাকা মাটির বাড়িতে রাত কাটিয়েছিলেন পরিবারের সদস্যরা। বুধবার সকালে বাড়ির তালা খুলতে এসে দেখেন, ভাঙ্গা। ভেতরে জিনিসপত্র ছড়ানো ছিটানো ।

বাড়ির গৃহকর্তা সফিজুল খান জানিয়েছেন, তাঁর বাড়ি থেকে আনুমানিক ৩ লক্ষ টাকার সোনার গয়না চুরি হয়েছে। সফিজুল খান আরও জানান, এর আগে কখনও এমন ঘটনা তাদের এলাকায় ঘটেনি। ফলে পরিবারের পাশাপাশি গোটা এলাকায় ছড়িয়েছে আতঙ্ক।খবর দেওয়া হয় চন্দ্রকোণা রোড পুলিশ বিট হাউসের আধিকারিকদের। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা এই চুরির সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে। স্বাভাবিকভাবেই পরিবারের সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়েছেন।