Paschim Medinipur: বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, বিজেপি নেতাকে গাছে বেঁধে ‘গণধোলাই’

Paschim Medinipur: যদুপুরের এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন তিমির মালিক নামে ওই ব্যক্তি। তিনি বিজেপির বুথ সভাপতি বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তাঁর দুই সন্তানও রয়েছে।

Paschim Medinipur: বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, বিজেপি নেতাকে গাছে বেঁধে গণধোলাই
বিজেপি নেতাকে বেঁধে মারধরের অভিযোগImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 06, 2025 | 4:22 PM

পশ্চিম মেদিনীপুর: বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ! বিজেপির বুথ সভাপতিকে খুটিতে বেঁধে চলল মারধর। চলে চড় থাপ্পড়, বেপরোয়া মারধর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ ওই বিজেপি নেতাকে উদ্ধার করে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ঘাটালের ইড়পালার যদুপুর এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যদুপুরের এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন তিমির মালিক নামে ওই ব্যক্তি। তিনি বিজেপির বুথ সভাপতি বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তাঁর দুই সন্তানও রয়েছে। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই তাঁদের এলাকায় আপত্তিকর অবস্থায় দেখা যেত। তা নিয়ে গ্রামবাসীরা আপত্তিও জানিয়েছিলেন।

শনিবার রাতে তাঁদের দুজনকে আবারও একসঙ্গে শোনা যায়। অভিযোগ, তিমিরকে খুঁটিতে বেধে বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে এলাকাবাসীর রোষ থেকে তাঁকে উদ্ধার করে ঘাটাল থানার পুলিশ।

জানা যায়, তিমিরের সঙ্গে ওই মহিলার সম্পর্ক, মাঝে আরও একজনের ব্যক্তির প্রবেশ ঘটে সেই  পরে সেই সম্পর্কে তৃতীয় পুরুষের আবির্ভাব হতেই সমস্যা দানা বাঁধে।  সর্ম্পকের অবনতি হয়। শনিবার রাতে তিমির মালিক মহিলার বাড়িতে যান এবং বিতর্কে জড়িয়ে পড়েন। তাঁদের হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় এই ঘটনায় তৃণমূল বিজেপি শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। স্থানীয় বিজেপি নেতার বক্তব্য, “আমার এই ঘটনা জানা নেই। তবে আমাদের দল এই ধরনের ঘটনাকে কখনও প্রশ্রয় দেয় না। যদি কোনও অপরাধ করে থাকে, নিশ্চয়ই দল ব্যবস্থা নেবে। ”