Paschim Medinipur: জলে ভাসছে ICDS সেন্টার, খোলা আকাশের নিচে পড়াশোনা শিশুদের

Debabrata Sarkar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 07, 2024 | 11:34 AM

Paschim Medinipur: জানা গিয়েছে, ১১ ওয়ার্ড নিয়ে গঠিত রামজীবনপুর পৌরসভা। আর এই পৌরসভার মধ্যে রয়েছে মোট ১৩ আইসিডিএস কেন্দ্র। অভিযোগ, এই ১৩ আইসিডিএস কেন্দ্রেরগুলির জন্মলগ্ন থেকে নেই কোনও নিজস্ব ক্লাস ঘর ও রান্না করার জায়গা। বছরের পর বছর গড়ালেও এমনই বেহাল অবস্থা।

Paschim Medinipur: জলে ভাসছে ICDS সেন্টার, খোলা আকাশের নিচে পড়াশোনা শিশুদের
ICDS সেন্টারে পড়াশোনা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

পশ্চিম মেদিনীপুর: জলে থইথই করছে আইসিডিএস কেন্দ্র। খোলা আকাশের নিচে চলছে পড়াশোনা, ত্রিপল টাঙিয়ে কোথাও বা হচ্ছে রান্না। তার মধ্যেই পড়াশোনা করছে খুদেরা। দীর্ঘদিন ধরেই পশ্চিম মেদিনীপুর জেলা রামজীবনপুর পৌরসভার সমস্ত আইসিডিএস কেন্দ্রগুলির অবস্থা বেহাল।

জানা গিয়েছে, ১১ ওয়ার্ড নিয়ে গঠিত রামজীবনপুর পৌরসভা। আর এই পৌরসভার মধ্যে রয়েছে মোট ১৩ আইসিডিএস কেন্দ্র। অভিযোগ, এই ১৩ আইসিডিএস কেন্দ্রেরগুলির জন্মলগ্ন থেকে নেই কোনও নিজস্ব ক্লাস ঘর ও রান্না করার জায়গা। বছরের পর বছর গড়ালেও এমনই বেহাল অবস্থা। অভিভাবক থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কেন্দ্র শিক্ষিকা সহায়িকা সকলেই বলেন, “প্রশাসনের সকলকে জানানো হয়েছে। আসছেন, পরিদর্শন করছেন চলে যাচ্ছেন। কাজের কাজ কিছুই হচ্ছে না। আর খোলা আকাশের নিচে বা ত্রিপলের নিচে রান্না করার ক্ষেত্রেও প্রতিনিয়ত থাকছে চিন্তা। খালি মনে হচ্ছে এই বুঝি খাবারের কিছু পড়ে যায়।”

অভিযোগ, বাম জামানা থেকে তৃণমূলের জামানা- অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হাল ফেরানোর উদ্যোগ নেয়নি কেউ।বর্তমান রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান, কল্যাণ তেওয়ারী অবশ্যই আইসিডিএস কেন্দ্রের অবস্থার কথা স্বীকার করে নিয়েছেন। তাঁর দাবি, তিনি উদ্যোগ নিয়েছেন এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির হাল যেন ফিরে আসে। তার জন্য সমস্ত প্রস্তাব পাঠানো হয়েছে প্রশাসনের আধিকারিকদের। এই বিষয়ে ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাসও ঘটনার কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, “দ্রুত সমস্যার সমাধান করতে হবে।”

Next Article