পশ্চিম মেদিনীপুর: অকাল বৃষ্টি। ধান-বাদাম-তিল ও সবজি চাষে বিভিন্ন চাষের ব্যাপক পরিমাণে ক্ষতি। সবে ধান ধরতে শুরু করেছিল আর সেই সময়ই এই ঝড় ও শিলাবৃষ্টি সম্পূর্ণ রূপে শেষ করে দিয়েছে চাষকে দাবি কৃষকদের।
জানা গিয়েছে, দাঁতন বিধানসভা এলাকার সাউটিয়া, জেনকাপুর ,চকইসমাইলপুর সহ দাঁতন ১ দাঁতন ২ ও মোহনপুর এই তিনটি ব্লকে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। সোমবার বিভিন্ন এলাকায় সারাদিন চষে বেড়ালেন এলাকার বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান। বিধায়কের কথায়, এই সমস্ত এলাকায় ১০০ শতাংশ ক্ষতিগ্রস্ত চাষিরা। এরপরই তিনি প্রশাসনের কাছে ঘটনাস্থল থেকে দাঁড়িয়েই ফোনেই যোগাযোগ করেন কৃষি আধিকারিকের সঙ্গে। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। সরকারি তরফে কীভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য় করা যায় তারও আশ্বাস দেন।
এ দিন বিধায়ক এও জানিয়েছেন, যাতে যে সকল কৃষকদের কৃষি ঋণ নিয়েছেন তাঁদের যাতে ঋণ মকুব করা হয় সেই আবেদন করেছেন। এক কৃষক বলেন, “বৃষ্টি সব কেড়ে নিয়েছে। জমির ফসল কিছুই নেই। ক্ষয়-ক্ষতি হয়েছে। গরিব লোক কী করে চলবে? সরকারের কাছে আবেদন করছি যাতে শস্য বিমা পাই।”