AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chandrakona: রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল যুবক, আচমকাই তাঁর উপর উল্টে গেল ট্রাক্টর… ভয়ঙ্কর পরিণতি

Paschim Medinipur: বৃহস্পতিবার রাতে সুকুমার রায়ের মৃত্যুর পরই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা।

Chandrakona: রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল যুবক, আচমকাই তাঁর উপর উল্টে গেল ট্রাক্টর... ভয়ঙ্কর পরিণতি
দোষীদের কড়া শাস্তি চান এলাকার লোকজন। নিজস্ব চিত্র।
| Edited By: | Updated on: Feb 04, 2022 | 8:12 AM
Share

মেদিনীপুর: মাটি বোঝাই ট্রাকটার উল্টে মৃত হল এক যুবকের। এই ঘটনায় বৃহস্পতিবার রাতে তুমুল উত্তেজনা ছড়ায় চন্দ্রকোণা  (Chandrakona) এলাকায়। অভিযোগ, উত্তেজিত জনতা জেসিবি (JCB) মেশিন থেকে শুরু করে একাধিক ট্রাক্টর ও মোটর বাইকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী ও দমকল দফতরের কর্মীরা। স্থানীয়দের অভিযোগ, পুকুর খুঁড়ে সেই মাটি নিয়ে রাতের অন্ধকারে ট্রাক্টরে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময়ই ট্রাক্টরটি উল্টে এলাকার এক যুবকের উপর পড়ে। তাতেই মৃত্যু হয় বলে অভিযোগ। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা-১ ব্লকের মানিককুণ্ডু গ্রাম পঞ্চায়েতের বেলাদণ্ড গ্রামে এই ঘটনা ঘিরে শুক্রবার সকালেও চাপানউতর রয়েছে।

বেলাদণ্ড গ্রামের বাসিন্দাদের অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই গ্রামের কয়েকজন বাসিন্দা অরূপ ঘোষ, নিমাই ঘোষ, গ্রাম লাগোয়া জামিরা মৌজায় লোকালয়ের মধ্যেই কৃষিজমি খনন করে পুকুর কাটছিল। সেই খননের মাটি রাতের বেলায় ট্রাক্টর করে নিয়ে যাওয়া হচ্ছিল গ্রামেরই অন্য প্রান্তে। অভিযোগ, সেই মাটি বোঝাই ট্রাক্টর যাওয়ার সময় রাস্তার ধারে উল্টে গিয়ে গ্রামের যুবক সুকুমার রায় (৩৯) -এর মৃত্যু হয়। গ্রামবাসীদের অভিযোগ, ট্রাক্টরের চালক ওই ব্যক্তিকে চিকিৎসার ব্যবস্থা না করে তড়িঘড়ি ট্রাক্টর নিয়ে পালিয়ে যান।

গ্রামের বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় পুকুর খনন করা যাবে না বলে দীর্ঘদিন ধরেই বাধা দিয়েছিলেন তাঁরা। এমনকী গ্রামপঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন জায়গাতেও তাঁরা লিখিত আবেদন জানিয়েছিলেন। তাঁদের বক্তব্য, এভাবে পুকুর খনন করা হলে এলাকার মানুষের বসতবাড়ির সমস্যা হবে। কিন্তু গ্রামেরই কয়েকজন সে কথা কানে তোলেননি বলে অভিযোগ ওঠে।

বৃহস্পতিবার রাতে সুকুমার রায়ের মৃত্যুর পরই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। উত্তেজিত হয়ে গ্রামের বাসিন্দারা চারটি ট্রাক্টর, একটি জেসিবি মেশিন ও একটি মোটর বাইকে আগুন লাগিয়ে দেন। সম্পূর্ণ পুড়ে যায় গাড়িগুলি। শুক্রবার সকাল থেকে এই ঘটনায় থমথমে এলাকা। এলাকার লোকজনের দাবি, দ্রুত এই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিক। একইসঙ্গে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থারও দাবি ওঠে।

দেখুন বাঙালিয়ানা:

** বাঙালিয়ানার চর্চায় বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, তন্ময় বোস, অজয় চক্রবর্তী

** বাঙালিয়ানার চর্চায় অতিথি শমীক বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় মুখোপাধ্যায়, তেজেন্দ্রনারায়ণ মজুমদার