মেদিনীপুর: ছুটির দিনে বাড়ির পাশে পুকুরে সামনে হঠাৎ মানুষের ভিড়। অনেকেই দাঁড়িয়ে দেখছেন। পাড়ার মধ্যেই পুকুরে হঠাৎ করে ভেসে রয়েছে ছেলেমেয়ে। প্রথমে ব্যাপারটা বুঝতেই পারেননি। ভাবছিলেন হয়তো চিৎ সাঁতার কাটছে। কিছুক্ষণের মধ্যে বোঝা যায়। স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল ভাইবোনের। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার মনসুকার খড়কপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, শানু ঘোড়ই ও সুস্মিতা ঘোড়ই। দুজনেরই বয়স ১২।
জানা গিয়েছে, রবিবার দুপুরে ছুটির দিনে ওই এলাকার বাসিন্দা স্কুল পড়ুয়া শানু ঘোড়ই ও তার জ্যেঠুর মেয়ে সুস্মিতা দুপুরে তারা দুই ভাইবোন মিলে বাড়ির পাশে পুকুরে স্নান করতে যায়, বেশ কিছুক্ষণ পর পুকুর পাড়ে তাদের দুজনকে দেখতে না পেয়ে পুকুরের জলে নেমে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা।
কিছুক্ষণ খোঁজাখুঁজির পর পুকুরের জল থেকে দুই স্কুল পড়ুয়া ভাই বোনের দেহ পুকুরের জল থেকে উদ্ধার করেন তাঁদের পরিবারের সদস্যরা। দ্রুত তাঁদেরকে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালে কর্মরত চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। শানু ঘোড়াই মনসুকা লক্ষীনারায়ণ হাইস্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র, ও তার দিদি সুস্মিতা ঘোড়ই ভিন রাজ্যে ষষ্ঠ শ্রেণির ছাত্রী। ভাই বোনের মৃত্যুতে পরিবারের শোকের ছায়া।