Paschim Medinipur: পিষে মারছে গবাদি পশুকে, বাড়ি থেকে বেরোতেই ভয় পাচ্ছে মানুষ, গড়বেতায় এখন শুধুই আতঙ্ক

Paschim Medinipur: প্রশাসনের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা।

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 06, 2023 | 9:43 AM

1 / 5
 হাতির তাণ্ডবে বেসামাল গড়বেতা এক নম্বর ব্লকের খড়কাটা গ্রামের মানুষজন। ফসলের ক্ষতি , বাড়ি নষ্ট, গবাদি পশুর মৃত্যু সবই হয়েছে হাতির তাণ্ডবে আর তার ফলে ক্ষোভে ফুঁসছে গ্রামের মানুষজন ।

হাতির তাণ্ডবে বেসামাল গড়বেতা এক নম্বর ব্লকের খড়কাটা গ্রামের মানুষজন। ফসলের ক্ষতি , বাড়ি নষ্ট, গবাদি পশুর মৃত্যু সবই হয়েছে হাতির তাণ্ডবে আর তার ফলে ক্ষোভে ফুঁসছে গ্রামের মানুষজন ।

2 / 5
গড়বেতা এক নম্বর ব্লকের খড়কাটা এলাকায় হাতির তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি এলাকায় । ৩০ থেকে ৪০ টি হাতি এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে।  এলাকায় একাধিক গবাদি পশুর মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। আহত হয়েছে আরও বেশ কিছু গবাদি পশু।

গড়বেতা এক নম্বর ব্লকের খড়কাটা এলাকায় হাতির তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি এলাকায় । ৩০ থেকে ৪০ টি হাতি এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে।  এলাকায় একাধিক গবাদি পশুর মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। আহত হয়েছে আরও বেশ কিছু গবাদি পশু।

3 / 5
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, পাঁচটি মাটির বাড়ি ভেঙেছে এলাকায়।  প্রায় দেড়শ বিঘা জমির ফসল নষ্ট হয়েছে হাতির পায়ের চাপে। বনদফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী ।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, পাঁচটি মাটির বাড়ি ভেঙেছে এলাকায়।  প্রায় দেড়শ বিঘা জমির ফসল নষ্ট হয়েছে হাতির পায়ের চাপে। বনদফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী ।

4 / 5
সারা রাত ধরে বনদফতরের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনরকম সাহায্য পাননি তাঁরা । হাতির তাণ্ডবে ক্ষিপ্ত হয়ে রয়েছেন এলাকার মানুষজন। জঙ্গলমহল এলাকায় শীতের মরসুমে প্রত্যেক বছরই হাতি তাণ্ডব চালায়।

সারা রাত ধরে বনদফতরের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনরকম সাহায্য পাননি তাঁরা । হাতির তাণ্ডবে ক্ষিপ্ত হয়ে রয়েছেন এলাকার মানুষজন। জঙ্গলমহল এলাকায় শীতের মরসুমে প্রত্যেক বছরই হাতি তাণ্ডব চালায়।

5 / 5
বিগত দু'বছর ধরে ক্রমাগত হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জঙ্গলমহলের বিভিন্ন এলাকা । ঘটনার খবর দেওয়া হয় গড়বেতা এক নম্বর ব্লকের বিডিও ও প্রশাসনিক আধিকারিকদের।।

বিগত দু'বছর ধরে ক্রমাগত হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জঙ্গলমহলের বিভিন্ন এলাকা । ঘটনার খবর দেওয়া হয় গড়বেতা এক নম্বর ব্লকের বিডিও ও প্রশাসনিক আধিকারিকদের।।