Kharagpur Municipality: দফতর পরিবর্তন হতেই পুরপ্রধানকে কটুক্তি করার অভিযোগ, যুব তৃণমূল নেতা আচরণে আতঙ্কে পুরসভার কর্মীরা

Kharagpur Municipality: গত শুক্রবার খড়গপুর পৌরসভায় পৌরসভার এক অস্থায়ী কর্মীকে দফতর পরিবর্তন করার কথা বলা হয়। সেখান থেকেই শুরু গণ্ডগোলের সূত্রপাত। অভিযোগ, যে কর্মীকে দফতর স্থানান্তরের কথা বলা হয়েছিল তিনি অন্য কেউ নন যুব তৃণমূলের খড়গপুরের শহর সভাপতি।

Kharagpur Municipality: দফতর পরিবর্তন হতেই পুরপ্রধানকে কটুক্তি করার অভিযোগ, যুব তৃণমূল নেতা আচরণে আতঙ্কে পুরসভার কর্মীরা
(নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: May 16, 2023 | 12:15 PM

খড়গপুর: আতঙ্কে ভুগছেন খড়গপুর পৌরসভার পৌরকর্মীরা। রীতি মত নিরাপত্তাহীনতায় ভুগছেন সকলে। সম্প্রতি, দফতর পরিবর্তনের জেরে পুরসভার এক কর্মী অপর কর্মীকে নোংরা ভাষায় গালিগালাজ করার অভিযোগ ওঠে। তারপর থেকেই আতঙ্কে ভুগছেন অন্যান্য কর্মীরা। তাঁদের দাবি এর আগে এই ধরনের ঘটনা ঘটেনি পৌরসভার অফিসে।

কী ঘটেছে?

গত শুক্রবার খড়গপুর পৌরসভায় পৌরসভার এক অস্থায়ী কর্মী রাধেশ্যাম সিং-কে দফতর পরিবর্তন করার কথা বলা হয়। সেখান থেকেই শুরু গণ্ডগোলের সূত্রপাত। অভিযোগ, যে কর্মীকে দফতর স্থানান্তরের কথা বলা হয়েছিল তিনি অন্য কেউ নন যুব তৃণমূলের খড়গপুরের শহর সভাপতি। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি শহর সভাপতির পুরপ্রধান সহ উপপ্রধানকে নোংরা ভাষায় গালাগালি ও মারতে উদ্যত হয়েছিলেন। এরপরই আতঙ্কে সকলে।

খড়গপুর পৌরসভার অ্যাকাউন্ট বিভাগের উদয় চক্রবর্তীর বক্তব্য, পুরপ্রধান ও উপপ্রধানের নিরাপত্তা থাকা সত্বেও তাঁদের হেনস্থা করা হয়েছে। বাকিদের কী অবস্থা হবে?ইতিমধ্যেই এই বিষয়টি উল্লেখ করে পুরপ্রধান কল্যাণী ঘোষও বিষয়টি লিখিত আকারে জানানো হয়েছে। অভিযুক্ত রাধেশ্যাম সিং বলেন, “আমাদের জন্য দল সর্বপরি। দল আমায় যা নির্দেশ দিয়েছে তা পালন করছি। পৌরসভায় পুরোপুরি রাজনীতি চলেছে। কোনও মিটিং ছাড়াই বদল হয়েছে। আমাকে মানসিকভাবে হেনস্থা করা হচ্ছে।” খড়গপুর পৌরসভার পৌরপ্রধান কল্যাণী ঘোষ বলেন, “এই ধরনের ঘটনা আগে ঘটেনি। উনি অস্থায়ী কর্মী। একজন স্থায়ী কর্মীকে যদি হেনস্থা করা হয় তাহলে তা মেনে নেওয়া যায় না।”