ঘাটাল: গ্রামের পুজোতে মদ্যপদের দাপাদাপি। থামাতে গিয়ে রক্ত ছড়ল পুলিশের। আহত বেশ কয়েকজন। কার্যত গোটা গ্রাম ঘিরে ফেলল পুলিশ কর্মীদের। চলল নিগ্রহ, অকথ্য ভাষায় গালিগালাজ। মারের চোটে মাথাও ফেটে গেল এক পুলিশ কর্মীর। ঘটনাকে কেন্দ্র রণক্ষেত্রের চেহারা নেয় পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সাগরপুর এলাকা। শেষ পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে র্যাফ। ছুটে আসেন ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও), ঘাটাল সার্কেল ইন্সপেক্টরও। আসেন ওসি দাসপুর, ওসি ঘাটাল। কিন্তু মূল ঘটনার সূত্রপাত কোথা থেকে?
স্থানীয় সূত্রে খবর, এলাকাতেই এই একটি পুজোয়য় মদ খেয়ে দাপাদাপি শুরু করে কিছু যুবক। মুহূর্তেই মধ্য়ে সেই ঝামেলা বিশাল আকার ধারণ করে। খবর যায় দাসপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দাসপুর থানার বিশাল পুলিশ বাহিনী। কিন্তু, পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশকে। ধস্তাধস্তির মধ্যে এক যুবক মন্দিরের আটচালাতে পড়ে যায়। গ্রামের একাংশের মানুষের দাবি, পুলিশের মারের চোটেই ওই যুবক পড়ে যান। তাঁকে ইতিমধ্যেই চিকিৎসার জন্য কলকাতাতেও পাঠানো হয়েছে বলে খবর। যদিও পুলিশের দাবি, ঝামেলা করতে গিয়েই পড়ে গিয়েছে চোট পান ওই যুবক। যদিও পুলিশের কথায় পাত্তা দিতে নারাজ উন্মত্ত জনতা।
কিছু সময়ের মধ্য়েই পুজো দেখতে আসা মানুষেরা পুলিশে কার্যত চারদিক থেকে ঘিরে ফেলে বলে অভিযোগ। শুরু হয়ে যায় তুমুল বচসা। ঝামেলার মাঝেই এক পুলিশ কর্মীর মাথা ফাটিয়ে দেয় উত্তেজিত জনতা। অকথ্য ভাষায় গালি দেওয়া হয় পুলিশকে। এমনকি পুলিশের গাড়িও ভেঙে দেওয়া হয় বলে খবর। পরিস্থিতি সামল দিতে শেষ পর্যন্ত নামানো হয় RAF। রাতেই এলাকা থেকে গ্রেফতার করা হয় ১০ জনের বেশি মানুষকে। অন্যদিকে আহত পুলিশ কর্মী বর্তমানে ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।