Child marriage: তোড়জোড় করে চলছিল নাবালিকার বিয়ের ব্যবস্থা,বেরিয়ে পড়েছে পাত্রপক্ষও! হঠাৎ…

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 12, 2021 | 1:42 PM

West medinipu: নাবালিকার বাবাকে বিয়ে সংক্রান্ত কোনও অনুষ্ঠানই পালন করতে বারণ করা হয়।

Child marriage: তোড়জোড় করে চলছিল নাবালিকার বিয়ের ব্যবস্থা,বেরিয়ে পড়েছে পাত্রপক্ষও! হঠাৎ...
বাল্য বিবাহ রুখল প্রশাসন (নিজস্ব ছবি)

Follow Us

পশ্চিম মেদিনীপুর: বিয়ের সমস্ত আয়োজন প্রায় শেষের দিকে। আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। রাস্তায় বেরিয়েও পড়েছে পাত্রপক্ষ। অপেক্ষা ছিল কিছুক্ষণের। তারপরই বসতো বিয়ের আসর। কিন্তু তারই মধ্যেই হঠাৎ করে বাধা হয়ে দাঁড়াল প্রশাসন। আধিকারিকরা এসে বন্ধ করলো বিয়ে। কারণ মেয়ে যে নাবালিকা। এখনও প্রাপ্ত বয়স্ক হয়নি।

রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ ব্লকের বান্দিপুর ১ গ্রাম পঞ্চায়েতের ঝাঁকরা। সেখানে এক নাবালিকার বিয়ে বন্ধ করলো চন্দ্রকোনা ২ ব্লক প্রশাসন ও চন্দ্রকোনা থানার পুলিশ। জানা গিয়েছে, এদিন ঝাঁকরার বাসিন্দা নজরুল বায়েনের নাবালিকার বিয়ের আয়োজন হয় তাঁর বাড়িতেই। পাত্রপক্ষ হাজির হওয়ার আগেই গোপন সূত্রে খবর পেয়ে চন্দ্রকোনা ২ ব্লক প্রশাসন ও চন্দ্রকোনা থানার পুলিশ হাজির হয় নজরুল বায়েনের বাড়িতে।

এদিকে, পরিবারের লোকজনের দাবি এদিন বিয়ের আয়োজন ছিল না। শুধুমাত্র পাকা কথা ও দেখার অনুষ্ঠান ছিল। সম্বন্ধ ঠিক হলে তারপরই বিয়ের দিন ঠিক হওয়ার কথা ছিল। কিন্তু বাড়িতে রান্নাবান্না থেকে খাওয়া-দাওয়ারও আয়োজন করা হয়েছিল মেয়ের বাড়ির তরফে।

প্রশাসনের আধিকারিক বাড়িতে পৌঁছে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে। এখনই বিয়ে বা কোনও রকমের অনুষ্ঠান যেন না হয় সেই নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কোনও ভাবেই মেয়ের বিয়ে দেওয়া হবে না এমনই মুচলেকাও নেওয়া হয় নাবালিকার বাবা নজরুল বায়েনের কাছ থেকে।

জানা গিয়েছে,নজরুল বায়েনের নাবালিকা মেয়ের বয়স মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী বর্তমানে ১৭ বছর ৪ মাস ২৫ দিন। একাদশ শ্রেণীর ছাত্রী সে। জেলার ডেবরার এক স্কুলে পড়াশোনা করে। নাবালিকার বাবা ও পরিবার প্রশাসনের নির্দেশ মেনে ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না বলেই জানিয়েছেন।

ব্লক প্রশাসনিক আধিকারিক কালীকিংকর ঘোষ বলেন, “আমরা খবর পেয়েছিলাম একটি বাল্য বিবাহ হচ্ছে। ওই বিয়েটা রোধ করার জন্যই আমরা এখানে এসেছি। পাশাপাশি মেয়েটির বাবাকে বোঝানো হয়েছে। একটি অঙ্গীকার পত্রেও সই করানো হয়েছে। বলা হয়েছে বিয়ের আনুষাঙ্গিক কাজ-কর্ম করতে না। ” অন্যদিকে, চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বিডিও অমিত ঘোষ বলেন, “আমরা ওদের বাড়িতে গিয়েছিলাম। বিয়ে আটকেছি। পাশাপাশি সরকারের যে সমস্ত সুযোগ-সুবিধা রয়েছে তাও জানিয়েছি। মেয়েটির বাবাকে বোঝানো হয়েছে। এমনকী বলা হয়েছে যাতে বিয়ে কেন তার পারিপার্শ্বিক কোনও কাজই যেন না করা হয়। ”

আরও পড়ুন: TMC Councilor Suicide Case: তৃণমূল কাউন্সিলরকে আত্মহত্যার প্ররোচনা, ১ বছর পর গ্রেফতার আপ্তসহায়ক!

 

Next Article