Garlic Price: রসুনের দাম ৪০০ টাকা, শীতের শুরুতে বাকি সবজির দাম শুনলে অবাক হবেন

Ashim Bera | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 19, 2024 | 11:09 AM

Garlic Price: আপাতত প্রতি কেজি ৫০ টাকায় মিলছে পেঁয়াজ। রসুনের দাম হঠাৎ করেই ৪০০ টাকা কিলো হওয়ায় দুশ্চিন্তায় ক্রেতা থেকে বিক্রেতা প্রত্যেকেই। প্রয়োজনে তুলনায় কম বাজার করেই বাড়ি ফিরছে মধ্যবিত্ত।

Garlic Price: রসুনের দাম ৪০০ টাকা, শীতের শুরুতে বাকি সবজির দাম শুনলে অবাক হবেন
বাজারদর
Image Credit source: TV9 Bangla

Follow Us

ঘাটাল: সকালে বাজারে গিয়ে মধ্যবিত্তের মাথায় হাত। শীতের আগে এত বৃষ্টি হয়েছে, যার জন্য মূল্যবৃদ্ধির আঁচ পাওয়া গিয়েছিল আগেই। আর শীতের শুরুতেই বোঝা গেল, আদতে কতটা টান পড়ছে পকেটে। রসুনের দাম এতটাই বেড়ে গিয়েছে যে রসুন ছাড়াই রাঁধতে হবে বলে দাবি করছেন সাধারণ মানুষ।

এমনিতেই গত কয়েকদিন ধরে শাক সবজির দাম ছিল উর্ধ্বমুখী। আর এবার রসুনের দাম ৪০০ পার। এক কিলো রসুনের দাম ৪০০ টাকা। পালং শাকের দাম ৮০ থেকে ৯০ টাকা প্রতি কেজি, ঝিঙের দাম ৬০ টাকা, পটলের দাম ৫০ টাকা। তবে পেঁয়াজের দাম কিছুটা কমেছে। আপাতত প্রতি কেজি ৫০ টাকায় মিলছে পেঁয়াজ। রসুনের দাম হঠাৎ করেই ৪০০ টাকা কিলো হওয়ায় দুশ্চিন্তায় ক্রেতা থেকে বিক্রেতা প্রত্যেকেই। প্রয়োজনে তুলনায় কম বাজার করেই বাড়ি ফিরছে মধ্যবিত্ত।

এই খবরটিও পড়ুন

উল্লেখ্য, কয়েকদিন আগেই আইসিআইসিআই ব্যাঙ্কের এক প্রতিবেদনে বলা হয়েছিল, দেশের বৃহত্তম পেঁয়াজের বাজার লাসলগাঁওয়ে পেঁয়াজের দাম পাঁচ বছরের সর্বোচ্চ হয়েছে। নভেম্বরেই পেঁয়াজের দাম হয় কুইন্টাল প্রতি ৫৫০০ টাকার উপরে। পাইকারি বাজারে সেই পেঁয়াজের দাম আপাতত কম হওয়ার কোনও আশা দেখা যাচ্ছিল না। তবে সেই দাম আপাতত কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।

Next Article