
নারায়ণগড়: রাস্তার অবস্থা ভয়ঙ্কর! গাড়ি ঢুকবে সেই উপায় নেই। বারবার প্রশাসনের কাছে দরবার করেও কাজের কাজ কিছুই হয়নি। সেই বেহাল রাস্তা দিয়েই কাঁধে ঝুলিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এক অসুস্থ মহিলাকে। হ্যাঁ, তুমুল বর্ষার মধ্যে এই ছবিই দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের নারায়ণগড় ২ নম্বর গ্রামরাজ অঞ্চলের সানদেউলি গ্রামে।
এলাকার বাসিন্দারা বলছেন, গ্রামে ঢোকার এটাই মূল রাস্তা। কিন্তু, সামনের ৭০০ মিটারের অবস্থা এমন বেহাল যে হেঁটে যাতায়াত করাই দুর্বিষহ হয়ে উঠেছে। কেউ অসুস্থ হলে তাঁকে এইভাবে ঝোলায় ঝুলিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া ছাড়া কোনও উপায় থাকে না! প্রত্যেক বর্ষাতেই একই ছবি।
সান দেউলি গ্রামের বাসিন্দা ৬৫ বছরের সরস্বতী সামট। হৃদরোগের সমস্যা দীর্ঘদিন থেকে। এদিন তিনি আচমকা অসুস্থ হয়ে পড়েন। কিন্তু, হাসপাতালে যে নিয়ে যাবেন সেই উপায় নেই! কারণ টানা বৃষ্টিতে গ্রামে ঢোকার রাস্তা প্রায় বন্ধ। শেষে ভদ্রমহিলাকে ঝোলায় ঝুলিয়ে নিয়ে আসা হল মেইন রোড পর্যন্ত। ক্ষোভ বাড়ছে এলাকার বাসিন্দাদের মধ্যে।
ক্ষোভ উগরে দিচ্ছেন এলাকার বাসিন্দা নান্টু পুইলা। তিনি বলছেন, “আমরা এখানে ২৫টি পরিবার থাকি। সকলেই তফসিলি জাতির। এই রাস্তার জন্য় জেলা শাসক থেকে শুরু করে বিডিও, সকলকেই ই-মেল করে অভিযোগ জানিয়েছি। এসডিও থেকে শুরু করে প্রধানকেও জানিয়েছি। বারবার বলার পরেও এখনও কোনও সুরাহা পায়নি। এমন অবস্থা যে সাইকেল, বাইকও যেতে পারছে না। তাই কেউ অসুস্থ হলে তাঁকে ওইভাবে কাঁধে করে নিয়ে যাওয়া ছাড়া কোনও উপায় নেই।”