
ঘাটাল: “কাকু, আপনার সাইকেলে দড়ি জড়িয়েছে।” বৃদ্ধ পিছন ফিরে দেখলেন, তাঁর সাইকেলের পিছনের চাকায় একটি দড়ি জড়িয়ে রয়েছে। আর সেই দড়ি ছাড়িয়ে দিতে এগিয়ে এলেন এক যুবক। খুশি হলেন বৃদ্ধ। কিন্তু, এই সহযোগিতার অছিলায় চোখের নিমেষে বৃদ্ধের ব্যাগে রাখা ১ লক্ষ টাকা হাতিয়ে গায়েব হয়ে গেলেন ওই যুবক। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দাসপুর থানার। লক্ষ টাকা কেপমারি হওয়ায় মাথায় হাত বৃদ্ধের। দাসপুর থানায় অভিযোগ জানিয়েছেন তিনি। তবে এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
তারাপদ পড়িয়া
বৃহস্পতিবার দাসপুরের সোনাখালি বাজারে যান দাসপুরের গোছাতি গ্রামের বাসিন্দা তারাপদ পড়িয়া। ৭৫ বছর বয়সী তাঁরাপদ ব্যাঙ্ক থেকে বাড়ির কাজের জন্য এক লক্ষ টাকা তোলেন। তারপর সোনাখালি বাজারে বাজার করে ব্যাঙ্কের পাস বই ও নগদ টাকা বাজারের ব্যাগে রাখেন। বাজার শেষে সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন। কিছুটা যাওয়ার পরই এক যুবক তাঁকে বলেন, আপনার সাইকেলে দড়ি জড়িয়ে গিয়েছে।
বৃদ্ধ সেই দড়ি ছাড়ানোর জন্য সাইকেলটিকে রাস্তার ধারে রাখেন। তখন ওই যুবক বৃদ্ধকে সহযোগিতার জন্য এগিয়ে আসেন। কিছুক্ষণ পর বৃদ্ধের অলক্ষে ওই যুবক টাকার ব্যাগ হাতিয়ে পালিয়ে যান। এভাবে লক্ষ টাকা কেপমারি হওয়ায় ভেঙে পড়েন বৃদ্ধ। তিনি বলেন, “যুবকটি নিজে থেকে সাহায্যের জন্য এগিয়ে এসেছিল। আমার সাইকেলের হ্যান্ডলে বাজারের ব্যাগ ছিল। যুবকটি দড়ি ছাড়ানোর জন্য সাইকেলের সামনে পিছনে যাচ্ছিল। আমিও দড়ি ছাড়ানোর জন্য একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। তখনই মনে হয়, বাজারের ব্যাগ থেকে টাকার ব্যাগ তুলে নেয়।” বৃদ্ধের সন্দেহ, ব্যাঙ্ক থেকেই তাঁকে ফলো করছিলেন ওই যুবক। দাসপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তারাপদ পড়িয়া। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।