Shalboni: শালবনীর কারখানায় কয়েক হাজার চাকরি! তবু সিঁদুরে মেঘ দেখছেন স্থানীয় বাসিন্দারা

Shalboni: আগামী সোমবার সেই শালবনীর জামবেদিয়ায় জিন্দালদের ১৬০০ মেগা ওয়াটের জোড়া পাওয়ার প্লান্টের শিলান্যাস করতে চলেছেন মুখ্যমন্ত্রী। শালবনীর জেএসডব্লু এলাকা সংলগ্ন মানুষ নতুন করে আশায় বুক বাঁধছে।

Shalboni: শালবনীর কারখানায় কয়েক হাজার চাকরি! তবু সিঁদুরে মেঘ দেখছেন স্থানীয় বাসিন্দারা
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 19, 2025 | 1:14 PM

শালবনী: সিমেন্ট কারখানার পর শালবনীতে এবার জিন্দালদের পাওয়ার প্লান্ট। হাজার হাজার কর্মসংস্থানের প্রতিশ্রুতি। আগামী ২১ তারিখেই সেই প্লান্টের উদ্বোধন করতে শালবনী যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। তিনি জানিয়েছেন, এটাই হতে চলেছে পূর্ব ভারতের সবথেকে বড় পাওয়ার প্লান্ট। তবে আদৌ কি প্রতিশ্রুতি পূরণ হবে? সন্দেহ প্রকাশ করছেন সাধারণ মানুষ।

২০১৬ সালে শালবনীতে জিন্দালদের সিমেন্ট কারখানার শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৮ সালে সেখানে শুরু হয় উৎপাদন। প্রতিশ্রুতি ছিল, কারখানায় বেশিরভাগ কর্মসংস্থান হবে স্থানীয় বাসিন্দাদের। খাতায়-কলমে সেই প্রতিশ্রুতি রয়ে গেলেও অভিযোগ, সেই অর্থে চাকরি পাননি স্থানীয় বাসিন্দারা।

আগামী সোমবার সেই শালবনীর জামবেদিয়ায় জিন্দালদের ১৬০০ মেগা ওয়াটের জোড়া পাওয়ার প্লান্টের শিলান্যাস করতে চলেছেন মুখ্যমন্ত্রী। শালবনীর জেএসডব্লু এলাকা সংলগ্ন মানুষ নতুন করে আশায় বুক বাঁধছে। মুখ্যমন্ত্রীর কাছে তাদের দাবি, স্থানীয় মানুষ যাতে কিছুটা সুযোগ পায়।

শালবনীর জেএসডব্লু পাওয়ার প্লান্টের এইচআর দিব্যেন্দু মুখোপাধ্যায় শালবনী প্লান্টের এইচআর জানিয়েছেন, নতুন যে পাওয়ার প্লান্ট তৈরি হচ্ছে, সেখানে ধাপে ধাপে পাঁচ হাজার কর্মসংস্থান হবে। বেশিরভাগটাই নেওয়া হবে স্থানীয় বাসিন্দাদের। তিন বছরের মধ্যে একটি ইউনিট চালু হবে বলে জানিয়েছেন তিনি।