Medinipur: অসুস্থ মাকে পিটিয়ে মারার অভিযোগ, ভিডিয়ো প্রকাশ্যে আসতেই গ্রেফতার ছেলে-বৌমা!

Medinipur: বছর আটষট্টির বৃদ্ধা মা ডলি পাইন দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন। প্রতিবেশীদের অভিযোগ, মায়ের চিকিৎসা ঠিকমতো করেন না বাবলু।  মায়ের চিকিৎসা দেখভালের দায়িত্ব পালনের বিন্দুমাত্র ইচ্ছা নেই ছেলে বৌমার।

Medinipur: অসুস্থ মাকে পিটিয়ে মারার অভিযোগ, ভিডিয়ো প্রকাশ্যে আসতেই গ্রেফতার ছেলে-বৌমা!
গ্রেফতার ৩Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 24, 2025 | 6:34 PM

পশ্চিম মেদিনীপুর: বাড়িতে অসুস্থ বৃদ্ধ মাকে পিটিয়ে মারার অভিযোগ! অসুস্থ মাকে মারধর করছে ছেলে বৌমা, ভয়ঙ্কর ভিডিয়ো এসেছে সামনে। ভিডিয়ো প্রকাশ্যে অবশেষে নড়েচড়ে বসল প্রশাসন। এই ঘটনায় গ্রেফতার করা হল তিন জনকে। এমনই হাড় হিম করা ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার তিয়োরবেড়িয়া গ্রামে পাইন পাড়ায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই পাড়ার বাসিন্দা বাবলু পাইন। তিনি পেশায় একজন টোটো চালক। বছর আটষট্টির বৃদ্ধা মা ডলি পাইন দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন। প্রতিবেশীদের অভিযোগ, মায়ের চিকিৎসা ঠিকমতো করেন না বাবলু।  মায়ের চিকিৎসা দেখভালের দায়িত্ব পালনের বিন্দুমাত্র ইচ্ছা নেই ছেলে বৌমার।

প্রতি মুহূর্তেই মায়ের ওপর অত্যাচার করা হত বলে অভিযোগ। নির্যাতন, গালি গালাজ করতে থাকেন। ছেলে বৌমা মিলে অসুস্থ বৃদ্ধা মাকে নির্মমভাবে লাথি,কিল,চড়,ঝাঁটা দিয়েই চলত মারধর। যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে  ছেলে বাবলু  মুখ ঢেকে অসুস্থ বৃদ্ধা মাকে মারতে মারতে স্ত্রীর কাছে ক্ষমা চাওয়াচ্ছেন। বৌমাও মারতে মারতে বলছেন, “মর মর, আমাদের আর ভালো লাগছে না।”

অবশেষে সেই বৃদ্ধা মায়ের মৃত্যু ঘটে কয়েক দিন আগেই। তারপরেই মারধোরের ভিডিয়ো প্রকাশ্যে আসে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, পাশের বাড়ির কেউ সেই মারধরের ঘটনা মোবাইলে বন্দি করেছিলেন। ভিডিয়ো ভাইরাল হতে মৃত্যুর ১৪ দিনের মাথায় গ্রেফতার অভিযুক্ত ছেলে বৌমা ও তাঁর শাশুড়ি। অভিযুক্তরা হল পম্পা পাইন,বাবলু পাইন ও শাশুড়ি অঞ্চলি কোলে। দুপুরে দাসপুর থানার পুলিশ তাঁদেরকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর ধৃতদের খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক দুর্লভ সরকার জানিয়েছেন, খুনের অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা।