Ghatal: বাড়ি ফেরার কিছুক্ষণ পরই বাবার ঝুলন্ত দেহ উদ্ধার, সেদিন পার্টি অফিসে কী হয়েছিল, বড় অভিযোগ ছেলের

Ghatal: কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়ে সন্ধ্যায় তৃণমূলের লোকাল পার্টি অফিসে দেখা করতে বলেন সুরজিৎ। সেইমতো বিশ্বনাথ বৃহস্পতিবার সন্ধ্যায় দু নম্বর ওয়ার্ডের তৃণমূল পার্টি অফিসে যান। এরপর বাড়ি ফিরে যান।

Ghatal: বাড়ি ফেরার কিছুক্ষণ পরই বাবার ঝুলন্ত দেহ উদ্ধার, সেদিন পার্টি অফিসে কী হয়েছিল, বড় অভিযোগ ছেলের
মৃত ব্যক্তির ছেলেImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 12, 2025 | 9:13 AM

ঘাটাল: ‘শাসকদলের কর্মীদের হুমকির জেরে আত্মহত্যা করেছে বাবা’, বলছেন মৃতের ছেলে। অভিযোগ দায়ের হল থানায়। তদন্তে পুলিশ। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পুরসভা এলাকার ঘটনা। অভিযোগ নিয়ে মুখ খুলতে নারাজ এলাকার শাসকদলের নেতারা।

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পুর এলাকার দু’নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিশ্বনাথ মণ্ডল। বাথরুমের জলনিকাশির জন্য চেম্বার তৈরি করছিলেন তিনি। তাঁর ছেলের অভিযোগ, দু নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের যুবনেতা সুরজিৎ ঘোষ ঘটনাস্থলে গিয়ে হুমকি দেন তাঁকে। অন্য নেতাদের নাম উল্লেখ করে জানতে চান, কার অনুমতিতে তিনি এই কাজ করছেন।

শুধু তাই নয়, কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়ে সন্ধ্যায় তৃণমূলের লোকাল পার্টি অফিসে দেখা করতে বলেন সুরজিৎ। সেইমতো বিশ্বনাথ বৃহস্পতিবার সন্ধ্যায় দু নম্বর ওয়ার্ডের তৃণমূল পার্টি অফিসে যান। এরপর বাড়ি ফিরে যান।

বাড়ি ফেরার কিছুক্ষণ পর তাঁকে বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। মৃতের ছেলে জয়ন্ত মণ্ডলের অভিযোগ, হুমকির জন্য এই রাস্তা বেছে নিলেন বাবা। প্রত্যক্ষদর্শী অর্থাৎ চেম্বার তৈরির সময় যিনি মাটি তোলার কাজ করছিলেন, তিনি বলেন, কাজ চলাকালীন সুরজিত আসেন, ফোনে কেউ তাঁকে কিছু নির্দেশ দেয়। সেইমতো কাজ বন্ধ রেখে পার্টি অফিসে দেখা করা কথা বলেন ও সেখান থেকে চলে যান সুরজিৎ।

ইতিমধ্যেই ঘাটাল থানায় এফআইআর দায়ের করেছেন মৃতের ছেলে জয়ন্ত। দোষীদের শাস্তি দাবি জানিয়েছেন তিনি। তবে এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি সুরজিৎ কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, ‘আমি পুলিশের সঙ্গে কথা বলে খোঁজখবর নিয়ে দেখেছি বিষয়টি সত্য।’ অবিলম্বে অভিযুক্তদের চিহ্নিত করে তাদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি।