AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sourav Ganguly: ‘৫ বছর পর বদলে যাবে পশ্চিম মেদিনীপুর’, কেন বললেন সৌরভ?

Sourav Ganguly: সৌরভ আরও বলেন, "মেদিনীপুরের মানুষের চাকরি হবে। আমার আশা জিন্দাল গোষ্ঠীর লগ্নি শুধু পশ্চিম মেদিনীপুরে আটকে থাকবে না। রাজ্যের বিভিন্ন জায়গায় তারা লগ্নি করবে।"

| Edited By: | Updated on: Apr 21, 2025 | 9:07 PM
Share

শালবনি: সিমেন্ট কারখানা রয়েছেই। এবার শালবনিতে তাপবিদ্যুৎ প্রকল্প তৈরি করছে জিন্দাল গোষ্ঠী। সোমবার সেই তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জিন্দাল গোষ্ঠী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বাংলার উন্নয়নের কথা তুলে ধরলেন অভিনেতা তথা সাংসদ দেবও।

এদিন শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সৌরভ বলেন, “আমি জিন্দাল পরিবারকে অনেক দিন ধরেই চিনি। তাদের বেঙ্গালুরুর বিজয়নগর প্ল্যান্ট এরিয়ায় আমি গিয়েছি। সেই এলাকা বর্তমানে সম্পূর্ণ বদলে গিয়েছে। জিন্দাল গোষ্ঠী শুধু কারখানার কথা ভাবে না। সেখানকার বাসিন্দা, কারখানার কর্মীদের জন্য পরিবেশের কথাও ভাবে। আমি মনে করি আজ থেকে আগামি পাঁচ বছর পর এই পশ্চিম মেদিনীপুর জেলা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে।” মুখ্যমন্ত্রীর প্রশংসা করে সৌরভ বলেন, “আমি এটাও মনে করি দিদি সত্যিই উন্নয়নের এই পথকে এগিয়ে নিয়ে যাবেন।”

সৌরভ আরও বলেন, “এই প্রকল্পের ফলে মেদিনীপুরের মানুষের চাকরি হবে। আমার আশা জিন্দাল গোষ্ঠীর লগ্নি শুধু পশ্চিম মেদিনীপুরে আটকে থাকবে না। রাজ্যের বিভিন্ন জায়গায় তারা লগ্নি করবে।”

শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা তথা ঘাটালের সাংসদ দেব। মুখ্যমন্ত্রী প্রশংসা করে তিনি বলেন, “যাঁরা বলেন বাংলায় শিল্প নেই। তাঁরা আজ এসে দেখুন। ১৬০০ মেগাওয়াট এই তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য যে আমাদের কতটা লাভ হতে চলেছে, তা দেখা উচিত। আমাদের রাজ্যকে নিয়ে এমন কিছু বলা হচ্ছে, সবাই এসে দেখে যাক যে আমাদের নেত্রী ব্যবসা থেকে শুরু করে চাকরি, সবার কথাই ভাবছেন। এত বড় একটা প্রকল্পে অনেকের চাকরি হবে। আশা করি আগামি দিন আরও বড় বড় শিল্প এখানে আসবে।”