West Medinipur: কাউকে পরিয়ে দিচ্ছেন মাস্ক, কখনও বা কোদাল হাতে করছেন সাফাই! স্বাস্থ্য সচেতনতার বার্তা মহাকুমা শাসকের

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 01, 2021 | 9:09 AM

Health awarness: শহর পরিস্কার-পরিচ্ছন্নতা রক্ষায় বরাবরই বিশেষ জোর দিয়ে এসেছেন সুমন বিশ্বাস।

1 / 5
দুর্গাপুজোর পর থেকে রাজ্যে ফের বেড়েছ করোনা। ইতিমধ্যে প্রশাসনের তরফে পড়া পদক্ষেপ করা হয়েছে। আর এবার জনগণকে মারণ ভাইরাস থেকে সাবধান করতে পথে নামলেন খোদ ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস। পথ চলতি মানুষ থেকে দোকানদার,কারও মুখে মাস্ক না থাকলে হাত বাড়িয়ে দিচ্ছেন মাস্ক। কাউকে পরিয়ে দিচ্ছেন । এমনকি শহর পরিচ্ছন্নতায় কোদাল হাতেও তুলে নিচ্ছেন মহকুমাশাসক।

দুর্গাপুজোর পর থেকে রাজ্যে ফের বেড়েছ করোনা। ইতিমধ্যে প্রশাসনের তরফে পড়া পদক্ষেপ করা হয়েছে। আর এবার জনগণকে মারণ ভাইরাস থেকে সাবধান করতে পথে নামলেন খোদ ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস। পথ চলতি মানুষ থেকে দোকানদার,কারও মুখে মাস্ক না থাকলে হাত বাড়িয়ে দিচ্ছেন মাস্ক। কাউকে পরিয়ে দিচ্ছেন । এমনকি শহর পরিচ্ছন্নতায় কোদাল হাতেও তুলে নিচ্ছেন মহকুমাশাসক।

2 / 5
বেশ কয়েক দিন ধরেই ঘাটাল মহকুমার পাঁচটি পৌরসভায় সাফাই অভিযান, করোনা ও ডেঙ্গু নিয়ে সকল পৌরবাসীকে সজাগ করতে পৌর কর্মীদের নিয়ে সকাল সকাল বেড়িয়ে পড়ছেন ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস।

বেশ কয়েক দিন ধরেই ঘাটাল মহকুমার পাঁচটি পৌরসভায় সাফাই অভিযান, করোনা ও ডেঙ্গু নিয়ে সকল পৌরবাসীকে সজাগ করতে পৌর কর্মীদের নিয়ে সকাল সকাল বেড়িয়ে পড়ছেন ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস।

3 / 5
শহর পরিস্কার-পরিচ্ছন্নতা রক্ষায় বরাবরই বিশেষ জোর দিয়ে এসেছেন সুমন বিশ্বাস। ঘাটাল, চন্দ্রকোনা, ক্ষীরপাই, খড়ার, রামজীবনপুর পৌর একায় ঘুরে বেড়ান পুরপ্রশাসক।

শহর পরিস্কার-পরিচ্ছন্নতা রক্ষায় বরাবরই বিশেষ জোর দিয়ে এসেছেন সুমন বিশ্বাস। ঘাটাল, চন্দ্রকোনা, ক্ষীরপাই, খড়ার, রামজীবনপুর পৌর একায় ঘুরে বেড়ান পুরপ্রশাসক।

4 / 5
শুধু মহকুমা শাসক নয় তাঁর সঙ্গে ছিলেন প্রশাসক মণ্ডলীর সদস্য থেকে সাফাই বিভাগ,স্বাস্থ্য দপ্তরের আশা কর্মী সকলে।

শুধু মহকুমা শাসক নয় তাঁর সঙ্গে ছিলেন প্রশাসক মণ্ডলীর সদস্য থেকে সাফাই বিভাগ,স্বাস্থ্য দপ্তরের আশা কর্মী সকলে।

5 / 5
এই বিষয়ে সুমন বিশ্বাস বলেন" দীপাবলিতে যেমন আলোয় আলোকিত করা হয় চারিদিক, তেমনি দীপাবলীর আগে আমরা উদ্যোগ নিয়েছি পৌরসভাকে সুন্দরভাবে সাজিয়ে তুলব। এমনকি করোনা আবার প্রকোপ বাড়ছে তাই সচেতন করব সকলকে। সেই কারণে পৌর কর্মী ও পৌর প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে প্রতিদিন সকলে যেন শহর পরিষ্কারের দিকে জোর দেন ।"

এই বিষয়ে সুমন বিশ্বাস বলেন" দীপাবলিতে যেমন আলোয় আলোকিত করা হয় চারিদিক, তেমনি দীপাবলীর আগে আমরা উদ্যোগ নিয়েছি পৌরসভাকে সুন্দরভাবে সাজিয়ে তুলব। এমনকি করোনা আবার প্রকোপ বাড়ছে তাই সচেতন করব সকলকে। সেই কারণে পৌর কর্মী ও পৌর প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে প্রতিদিন সকলে যেন শহর পরিষ্কারের দিকে জোর দেন ।"

Next Photo Gallery