কাঁথি: ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি জানিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সকালে কাঁথি পুর এলাকায় একাধিক ওয়ার্ডে প্রচারে যান শুভেন্দু। সেখানে গিয়ে তিনি দাবি করেন, পুলিশ আনিসকে খুন করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রী। অবিলম্বে তাঁর পদত্যাগ করা উচিত। আনিস খানের মৃত্যুতে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক চাপানউতোর চলছে। এরই মধ্যে সরাসরি মমতার দিকে আঙুল তুললেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু।
হাওড়ার আমতার যুবক আনিস খানের মৃত্যু প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ দিন তিনি বলেন, ‘পুলিশ আনিসকে খুন করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী। অবিলম্বে পদত্যাগ করা উচিত। পুলিশ খুনের তদন্ত পুলিশ করতে পারে না।’ গ্রেফতারি প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘বেচারি সিভিক ভলেন্টিয়ার, পুলিশ কনস্টেবল, হোমগার্ড। এদের কে শাস্তি দিচ্ছে কেন? হাওড়া জেলার এক মন্ত্রীর নির্দেশে পুলিশ সুপার এমন কাজ করেছে।’ তাঁর আরও দাবি, হাওড়া জেলার পুলিশ সুপার তথা বিধায়কের স্বামী সৌম্য সরকার, আর অ্যাডিশনাল এসপি ইন্দ্রজিৎ সরকার এমন কাণ্ড ঘটিয়েছে। শুভেন্দু মনে করেন, এদেরকে জিজ্ঞাসাবাদ করলে উঠে আসবে নবান্ন যুক্ত কিনা। একমাত্র সিবিআই এই মামলার সমাধান করতে পারে বলে মনে করেন তিনি।
সিবিআই অনেক মামলার নিষ্পত্তি করতে পারেনি, এই প্রসঙ্গে এ দিন বিরোধী দলনেতা বলেন, ‘এগুলো কোনও অজুহাত হতে পারে না। পুলিশ খুন করেছে প্রমাণিত। পুলিশ মন্ত্রী সেই পুলিশকে দিয়ে করিয়েছে?’
শুভেন্দু আরও উল্লেখ করেন, ‘আনিস আমাদের রাজনৈতিক কর্মী নয়, সৌম্য রায়ের বেতন পিসিমণি দেয় না, ওই সৌম্য রায়ের বেতন ভারত সরকার দেয়।’
আরও পড়ুন: Jagdeep Dhankhar: রাত ২ টোয় অধিবেশন ডেকে রাজ্যপাল বললেন ‘নজিরবিহীন’, ‘ইতিহাস’
আরও পড়ুন: Kerala Rape Case: মায়ের ইন্ধনে একাধিকবার ‘ধর্ষিতা’ মেয়ে, কর্মফল ছেড়ে কথা বলল না…