Suvendu Adhikari on Hanskhali: হাঁসখালির ওই নাবালিকার বাড়িতে গিয়ে গলায় গামছা দিয়ে ক্ষমা চাওয়া উচিত মুখ্যমন্ত্রীর: শুভেন্দু

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 15, 2022 | 2:47 PM

Suvendu Adhikari on Hanskhali: হাঁসখালির ঘটনা প্রসঙ্গে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। সরব হয়েছেন বিরোধীরা।

Suvendu Adhikari on Hanskhali: হাঁসখালির ওই নাবালিকার বাড়িতে গিয়ে গলায় গামছা দিয়ে ক্ষমা চাওয়া উচিত মুখ্যমন্ত্রীর: শুভেন্দু
কাঁথি ভবতারিণী কালী মন্দিরে পুজো দিলেন শুভেন্দু

Follow Us

কাঁথি : হাঁসখালির ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন, তা নিয়ে প্রথম থেকেই সরব হয়েছে বিরোধীরা। এবার ফের সরাসরি মমতাকে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাঁসখালির নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে গিয়ে মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। নববর্ষ উপলক্ষ্যে শুক্রবার কাঁথি ভবতারিণী কালী মন্দিরে পুজো দেন নন্দীগ্রামের বিধায়ক। আর সেখান থেকে বেরিয়ে শুভেন্দু জানান, রাজ্যে নারী নির্যাতনের ঘটনা যাতে বন্ধ হয়, সেই প্রার্থনাই করেছেন তিনি।

এ দিন তিনি মন্তব্য করেন, ‘এই সরকারে আইন হচ্ছে ধর্ষকের, ধর্ষিতাদের কোনও আইন নেই।’ খুন, দুর্নীতির, নারী নির্যাতন বা ধর্ষণের ঘটনা রাজ্য প্রায় প্রতিদিন ঘটছে বলেও মন্তব্য করেন তিনি। শুভেন্দু বলেন, ‘রাজ্যে প্রতিনিয়ত বেড়ে চলেছে খুন, ধর্ষণ। আর তা থেকে রক্ষা করার জন্য এবং মাতৃশক্তির শক্তি বৃদ্ধির জন্যই ভগবানের কাছে প্রার্থনা করেছি।’ তাঁর কথায়, রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর যেন একটু সুমতি হয় ও তাঁর প্রশাসন যেন মহিলাদের রক্ষা করেন, সেই বিষয়েই মায়ের কাছে প্রার্থনা করেছি। আর হাঁসখালি প্রসঙ্গে শুভেন্দু বলেন, ‘মুখ্যমন্ত্রীর উচিত আগে হাঁসখালির ওই বাড়িতে গিয়ে গলায় গামছা দিয়ে ক্ষমা চাওয়া।’ নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে নিজেও গিয়েছিলেন শুভেন্দু।

উল্লেখ্য, হাঁসখালির গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছিলেন, ‘আপনি রেপড বলবেন? নাকি প্রেগন্যান্ট বলবেন? না লাভ অ্যাফেয়ার্স বলবেন? এটা ইনকোয়ারি করেছেন কি? আমি পুলিশকে বলেছি এটা।’ অভিযুক্তের সঙ্গে ওই মেয়ের প্রেম ছিল কি না সেই প্রশ্নও তোলেন তিনি। ইতিমধ্যেই হাঁসখালি-কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই মতো তদন্তের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন : CBI On Jhalda Councillor Death: কাউন্সিলর খুনে একই দিনে দু’বার তলব ঝালদার আইসি-কে, কোন তথ্য সিবিআই-এর হাতে?

আরও পড়ুন :  Meghalaya Assembly Election 2023: মেঘালয়ে ভোটে লড়ছে তৃণমূল, মে’র শুরুতেই সফরে অভিষেক

Next Article