Mid day Meal: মিড ডে মিলের চাল ‘চুরি’ করতে গিয়ে বমাল পাকড়াও ‘প্রধান শিক্ষিকা’, পুলিশে অভিযোগ দায়ের

Debabrata Sarkar | Edited By: জয়দীপ দাস

Nov 30, 2023 | 11:56 PM

Mid day Meal: খবর পাওয়া মাত্রই ছুটে আসে কোতোয়ালী থানার পুলিশ। চাল সমেত টোটো আনা হয় থানায়। পরবর্তীতে এলাকার পঞ্চায়েত প্রধান ও এলাকাবাসীরা মিলে কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Mid day Meal: মিড ডে মিলের চাল চুরি করতে গিয়ে বমাল পাকড়াও ‘প্রধান শিক্ষিকা’, পুলিশে অভিযোগ দায়ের
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

পশ্চিম মেদিনীপুর: রেশন চুরি, রেশন দুর্নীতির অভিযোগে বিগত কয়েক মাস ধরেই সরগম গোটা বাংলা। এবার একেবারে মিড ডে মিলের অভিযোগ সামনে এল। চুরির দায়ে অভিযুক্ত খোদ স্কুলের প্রধান শিক্ষিকা। সেই শিক্ষাকাকেই এদিন বমাল ধরে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা। ঘটনায় জোর শোরগোল মেদিনীপুর সদর ব্লকের বনপুরা। বনপুরা ৭ নম্বর অঞ্চলে রয়েছে চুয়াডাঙ্গা শিশু শিক্ষা কেন্দ্র। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেখানেই দিনের পর বাচ্চাদের মিড ডে মিলের চাল চুরি আসছিলেন শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষিকার দায়িত্বে থাকা এক দিদিমণি। এদিন হাতেনাতে ধরা পড়ে যান। 

যদিও প্রথমে ওই শিক্ষিকার নাগাল পাননি স্থানীয়রা। টোটো করে বস্তা ভর্তি চাল নিয়ে যাওয়ার সময় এক টোটোর চালকে ঘিরে ধরেন গ্রামবাসীরা। ঘিরে ধরে চলে জেরা। সূত্রের খবর, সেখানেই টোটো চালক সবটটা স্বীকার করে। আগেও সে মিড ডে মিলের চাল শিক্ষিকার বাড়িতে পৌঁছে দিয়েছেন বলে জানান। গ্রামবাসীদের সাফ দাবি, এটা চুরির চাল। এটা শুনে আরও উত্তেজিত হয়ে যান গ্রামের লোকজন। স্কুলের শিক্ষিকাকে ঘিরে ধরে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ।

এদিকে ততক্ষণে খবর চলে গিয়েছে পুলিশের কাছে। খবর পাওয়া মাত্রই ছুটে আসে কোতোয়ালী থানার পুলিশ। চাল সমেত টোটো আনা হয় থানায়। পরবর্তীতে এলাকার পঞ্চায়েত প্রধান ও এলাকাবাসীরা মিলে কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় প্রধান বটেশ্বর চক্রবর্তী বলেন, “পঞ্চায়েত থেকে গাড়ি করে চাল স্কুলে পাঠানো হয়। কিন্তু, ওই স্কুলের প্রধান শিক্ষিকা অসুস্থ রয়েছেন। তাঁর দায়িত্ব সামলাচ্ছেন আর এক শিক্ষিকা। বর্তমানে তিনিই চালটা সংগ্রহ করে নিয়ে যান। তবে আমাদের গাড়িতে না নিয়ে উনি ওনার ব্যক্তিগত গাড়ি করে চাল নিয়ে যাচ্ছিলেন। ওনার এই গতিবিধি দেখে আমাদের সন্দেহ হয়। এদিন তো দেখা গেল সাড়ে চার বস্তা চাল উনি স্কুলের বদলে নিজের বাড়িতে চাল নিয়ে চলে যাচ্ছিলেন। আমরা পুলিশে অভিযোগ জানিয়েছি। টোটোওয়ালা বলেছে এর আগেও বেশ কয়েক বস্তা চাল ওই দিদিমণি বাড়িতে নিয়ে গিয়েছেন।”

Next Article