ডেবরা: মৃত্যু হল প্রতিবাদীর। বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করে আক্রান্ত শিক্ষক। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। যার জেরে মৃত্যু হয় প্রতিবাদীর। গোটা ঘটনায় চাঞ্চল্য।
জানা গিয়েছে, সোমবার ডেবরার শ্রীরামপুরে বেপরোয়া বাইক চালিয়ে আসছিলেন কয়েকজন যুবক। সেই সময় প্রতিবাদ করেন এলাকার জনা কয়েক ব্যক্তি। গন্ডগোল দেখে ছুটে যান লক্ষীরাম টুডু নামেই ওই ব্যক্তি। প্রতিবাদীদের পাশে দাঁড়ানোই লক্ষীরাম টুডুকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।
গুরুতর আহত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থাতে মঙ্গলবার সন্ধ্যায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় বছর ৫৬ লক্ষ্মীরাম টুডুর। পরিবারের অভিযোগের ভিত্তিতে অনিচ্ছাকৃত খুনের মামলার রুজু করেছে পুলিশ। তদন্ত নেমে মঙ্গলবার রাতেই চারজনকে গ্রেফতার করেছে ডেবরা থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।