
চন্দ্রকোনা: পরিস্থিতি ক্রমেই ঘোরাল হচ্ছে। দিকে দিকে বন্যা পরিস্থিতির অবনতি। এদিকে আবহাওয়া দফতর বলছে, আগামী সপ্তাহে আরও বৃষ্টি হবে বাংলায়। এদিকে জল ছেড়েই চলেছে ডিভিসি। এর মধ্যে এল উদ্বেগের খবরটা। জলের তোড়ে ভেসে গেলেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এক নম্বর ব্লকের এক কিশোর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য় এলাকায়। বেশ কিছু দূর থেক উদ্ধার হল তাঁর দেহ।
স্থানীয় সূত্রে খবর, চন্দ্রকোনা কামারগ্যেড়া চাতাল পেরোনোর সময়ে ঘটে বিপত্তি। আচমকা জলের তীব্র স্রোতে পড়ে যান বছর আঠারোর শেখ আজাবুর আলী (১৮)। তাঁর বাড়ি কামারগ্যেড়া এলাকায়। স্থানীয় বাসিন্দারাই উদ্ধার কাজে নামেন। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করেও ওই কিশোরের দেখা মেলেনি। তবে কিছু সময় পরে একটু দূর থেকে ওই কিশোরের দেহ উদ্ধার হয়। তাঁর মৃত্যুতে শোকের ছায়া এলাকায়।
ইতিমধ্যেই শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর বেড়ে প্লাবিত ঘাটাল পৌর এলাকা-সহ গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। জলে ডুবেছে রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘরবাড়ি-সহ বিঘের পর বিঘে কৃষি জমি। এদিন এলাকা পরিদর্শনে যেতে দেখা যায় খুরশিদ আলী কাদরী, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকারকে। সঙ্গে ছিলেন জেলা প্রশাসনের উচ্চপদস্থ অধিকারিকরা। এছাড়াও ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, বিডিও-সহ ব্লক প্রশাসনের আধিকারিকরা।