
পশ্চিম মেদিনীপুর: একটা আস্ত গাড়ি দুমড়ে-মুচড়ে একাকার। কাটতে হচ্ছে গ্যাস কাটার দিয়ে। গাড়ির ভিতরেই সদ্য প্রাণ হারিয়েছে চার জন। সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকল পশ্চিম মেদিনীপুরের বেলদা।
এদিন খড়্গপুর থেকে ওড়িশার দিকে যাচ্ছিল সেই গাড়িটি। দুর্ঘটনার মুখে পড়ে ঠিক তার মাঝে। বেলদার রানিসরাইয়ের কাছে জাতীয় সড়কে ঘটে দুর্ঘটনাটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িতে থাকা চার জনের। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। এখনও চলছে উদ্ধারকাজ।
কিন্তু কীভাবে হল দুর্ঘটনা?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে বেলদার ৬০ নং জাতীয় সড়কে রানিসরাইয়ের কাছে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সেই গাড়িটি। নিমিষে ঢুকে যায় উল্টো দিকে লেনে। তখনই ঘটে বিপত্তি। সেই সময় ওই লেন থেকেই আবার আসছিল একটি লরি। গাড়ির অভিমুখ ঘোরানোর আগে সজোরে এসে ধাক্কা মারে লরিটি। মুখোমুখি সংঘর্ষে দুমড়-মুচড়ে যায় গোটা একটা SUV গাড়ি। মৃত্যু হয় আরোহীদের। দুর্ঘটনার জেরে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে যায় যে গ্যাস কাটার এনে গাড়িটিকে মাঝ বরাবর কেটে সেই দেহগুলিকে বের করতে হচ্ছে।
অন্যদিকে, আরও একটি ঘটনা ঘটেছে আরামবাগ-বর্ধমান রাজ্য সড়কের বাতানল গ্রাম পঞ্চায়েতে। শুক্রবার একটি লরিকে একই সময়ে পাশ কাটাতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ দু’টি বাইকের। তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় আরামবাগ প্র্রফুল্লচন্দ্র সেন মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্তু চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।