
মেদিনীপুর: অধিকাংশেরই শুনানির জন্য কমিশনের নোটিস এসেছে। এসআইআর-এর নোটিস পেয়ে মুখে কুলুপ হঠাৎপল্লির বাসিন্দাদের। মেদিনীপুর শহরের তোড়াপাড়া এলাকায় বাংলাদেশি কলোনি বলে পরিচিত হঠাৎপল্লিতে চিন্তা। ১৫২,১৫৩,১৫৪ বুথের প্রায় শতাধিক পরিবার হাতে পেল এস আই আর এর দ্বিতীয় পর্যায়ের হিয়ারিংয়ের চিঠি। চিঠি হাতে পেয়ে চিন্তায় পড়ে গিয়েছেন তাঁরা। কারণ তারা প্রত্যেকেই বাংলাদেশি। এদেশের কোনও কাগজপত্রই তাঁদের নেই।
এলাকায় কান পাতলেই শোনা যায়, বাংলাদেশের অশান্তির সময়ে তাঁরা লুকিয়ে পালিয়ে এসে আশ্রয় নিয়েছিল এই মেদিনীপুর শহরে। কেউ ১৫ বছর ধরে রয়েছেন, কেউবা ২০ বছর ধরে এখানে বসবাস করছেন। ভোটার কার্ড, আধার কার্ড সবই রয়েছে তাঁদের। কিন্তু তাঁদের নেই ২০০২ সালের ভোটার লিস্টে নাম। ফলে নিয়মমাফিক নির্বাচন কমিশনের কাছ থেকে পেয়েছে হিয়ারিংয়ের নোটিস। নোটিস পেয়েই আতঙ্কে মুখে কুলুপ এঁটেছেন তাঁরা।
আর যাঁরা মুখ খুলেছেন, তাঁদের বক্তব্য, তাঁদের আর কোথাও যাওয়ার জায়গা নেই। সরকার তাঁদের এখানে থাকার ব্যবস্থা করে দিক। কারণ যে ১৩ টি নথির কথা নির্বাচন কমিশন জানিয়েছে তার একটিও দেখাতে পারবে না এই পরিবারগুলি। মহকুমা শাসক মধুমিতা মুখার্জি জানিয়েছেন ওই পরিবার গুলিকে নোটিশ পাঠানো হয়েছে। যদি কোন ডকুমেন্টস না দেখাতে পারে তাহলে নির্বাচন কমিশনের যা নিয়ম রয়েছে অর্থাৎ ভোটার লিস্টে তাদের নাম থাকবে না। পরে যদি কোন ব্যবস্থা হয় তখন সেটা আলাদা বিষয়।
তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, SIR কে কেন্দ্র করে বিজেপি রাজনৈতিক চক্রান্ত করার চেষ্টা করছে। হিয়ারিং এ গিয়ে যা ডকুমেন্ট আছে তা জমা দিন নাম নিশ্চই থাকবে। তৃণমূল কংগ্রেস পাশে রয়েছে।একটিও যাতে বৈধ ভোটারের নাম বাদ না যায় সেইদিকে তীক্ষ্ণ নজর রেখেছে দল।
বিজেপির পক্ষ থেকে হঠাৎ পাড়ার বাসিন্দাদের আশ্বস্থ করে বলা হয়েছে সবার নাম থাকবে। কারো কথা না শুনে শুধু সিএএ তে আবেদন করার অনুরোধ করা হয়েছে।
এখন দেখার বিষয় মূল ভোটার তালিকা বেরানোর পর হঠাৎ পাড়ার বাসিন্দাদের ভবিষ্যৎ কি হয়।