TMC and BJP: শুভেন্দুর সভার কাছে তৃণমূলের পতাকা, তুমুল উত্তেজনা

Ashim Bera | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 18, 2024 | 5:45 PM

TMC and BJP: কিন্তু বিজেপি-র অভিযোগ, সেখানে আসে ঘাটাল থানার খড়ার পুলিশ ফাঁড়ির এক পুলিশ অফিসার। আর তার সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়লেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। দীর্ঘক্ষণ ধরে চলে দু'জন তুমুল বাকবিতণ্ডা। গোটা ঘটনায় বিজেপি-কে বিঁধেছে ঘাটালের তৃণমূল নেতৃত্ব।

TMC and BJP: শুভেন্দুর সভার কাছে তৃণমূলের পতাকা, তুমুল উত্তেজনা
তুমুল অশান্তি ঘাটালে
Image Credit source: Tv9 Bangla

Follow Us

ঘাটাল: বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের সমর্থনে জনসভা করতে আসার কথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে বিজেপি-র সেই সভাস্থলের কাছেই তৃণমূলের দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে বচসা। তুমুল হই-হট্টগোল। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের পৌরসভার পালপুকুর এলাকায়।

জানা গিয়েছে, গত ২১ তারিখ ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণের প্রচারে সভা ছিল। অভিযোগ, সেই সভাস্থলেই সামনেই তৃণমূল কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। আর তখন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট তৃণমূল কর্মীদের পতাকা লাগাতে বাধা দিলে,তখনই সেখান থেকে চলে যায় তৃণমূল কর্মীরা।

কিন্তু বিজেপি-র অভিযোগ, সেখানে আসে ঘাটাল থানার খড়ার পুলিশ ফাঁড়ির এক পুলিশ অফিসার। আর তার সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়লেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। দীর্ঘক্ষণ ধরে চলে দু’জন তুমুল বাকবিতণ্ডা। গোটা ঘটনায় বিজেপি-কে বিঁধেছে ঘাটালের তৃণমূল নেতৃত্ব। শুভেন্দু অধিকারীর সভার আগে দলীয় পতাকা লাগানো নিয়ে শুরু হলে জোর রাজনৈতিক তরজা। এ প্রসঙ্গে শীতল কপাট বলেন, “বিরোধী দলনেতার সভার কাছে তৃণমূলের পতাকা লাগাচ্ছিল। আমরা বলতেই সরে যায়। পুলিশ অফিসার যান। পুলিশও ওদের হয়ে কথা বলছেন।” অপরদিকে, তৃণমূল নেতা বিকাশ কর বলেন, “দেব জিতেই বসে আছে। তাও আমি দেখছি। এটা হওয়ার কথা নয়।”

Next Article