পশ্চিম মেদিনীপুর: চন্দ্রকোনায় ঝাঁকরায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা ছিল সভার কয়েক ঘণ্টা আগে পর্যন্তও। আদালতের নির্দেশে জট কাটার পর সভায় যোগ দেন বিরোধী দলনেতা। এবার সেই একই জায়গায় সভা হবে বলে জানিয়ে দিল তৃণমূল। ঝাকরার ওই স্কুল মাঠেই আগামী ৬ এপ্রিল তৃণমূলের একটি সভা হবে বলে জানিয়েছেন জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতি। তিনি জানান, সভার আবেদন করা হবে। স্কুল কর্তৃপক্ষ অনুমতি দিলে তবেই সভা হবে, নাহলে নয়। তবে সভার বক্তা হিসেবে কে থাকবেন, সে ব্যাপারে কিছু জানাননি অজিত মাইতি।
সভার অনুমতি নিয়ে জলঘোলা হওয়ায় শাসক দলকেই দায়ী করেছেন শুভেন্দু। সোমবার সভায় বক্তব্য পেশ করতে গিয়ে তৃণমূলকে কড়া ভাষায় জবাবও দিয়েছেন তিনি। সেই প্রসঙ্গে কো-অর্ডিনেটর অজিত মাইতি বলেন, ওই অভিযোগের কোনও ভিত্তি আছে বলে আমি মনে করি না। জমির মালিকের অনুমতি ছাড়া সভা করা যায় না। অনুমতি না থাকায় পুলিশ বাতিল করেছিল। এতে পুলিশের কোনও যোগ নেই। আক্রমণ করার সময় শুভেন্দুর ভাষা আরও সংযত হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন তিনি।
তৃণমূল নেতা উল্লেখ করেছেন, সম্প্রতি শহিদ মিনার চত্বরে সভা করার ক্ষেত্রে জটিলতার মুখে পড়তে হয়েছিল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাঁর দাবি, সব ক্ষেত্রে যে তৃণমূল অনুমতি পায়, এমনটাও নয়। তবে শুভেন্দুর সভায় এদিন এত কম লোক কেন হল, সেই প্রশ্নও তুলেছেন অজিত মাইতি।
উল্লেখ্য, সভার কয়েক ঘণ্টা আগেই সমস্যা সামনে আসে। রাজ্যের তরফে আদালতে জানানো হয়, ঝাঁকরা হাইস্কুলের প্রধান শিক্ষক প্রথমে অনুমতি দিলেও পরে তা প্রত্যাহার করেন। স্কুলের ম্যানেজিং কমিটি এই সভার অনুমতি দেয়নি। ম্যানেজিং কমিটি কিছু না জানালে স্কুলের মাঠে স্টেজ কী করে তৈরি হল? সেই প্রশ্ন তোলেন বিচারপতি রাজাশেখর মান্থা। শুনানি শেষে চন্দ্রকোনায় সভার অনুমতি দেয় হাইকোর্ট। সভা যাতে শান্তিপূর্ণভাবে হয়, কোনও রকমের উস্কানিমূলক মন্তব্য যাতে না করা হয়, সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয় শুভেন্দুকে।