Dev Adhikari: স্বজনহারা দেব, সিনেমার সব কাজ ফেলে জেঠুর শবযাত্রায় কাঁধ দিলেন ‘রাজু’

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 17, 2022 | 5:15 PM

Dev Adhikari: শুক্রবার দুপুরে এহেন দুঃসংবাদ আসে অভিনেতার পরিবারে। মেদিনীপুরের আদি বাড়িতে তারাপদবাবুর মৃত্যু হলেও রাতভর মেদিনীপুর মেডিক্যাল কলেজের মর্গে দেহ সংরক্ষণ করা হয় পরিবারের তরফে।

Dev Adhikari: স্বজনহারা দেব, সিনেমার সব কাজ ফেলে জেঠুর শবযাত্রায় কাঁধ দিলেন ‘রাজু’
প্রয়াত দেবের জেঠু (নিজস্ব চিত্র)

Follow Us

মেদিনীপুর: অভিনেতা তথা সাংসদ দীপক (দেব) অধিকারীর পরিবারে শোকের ছায়া। দেবের সেজো জেঠু তারাপদ অধিকারী প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫। হৃদ্‌রোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে অভিনেতার জেঠুর।

শুক্রবার দুপুরে এহেন দুঃসংবাদ আসে অভিনেতার পরিবারে। মেদিনীপুরের আদি বাড়িতে তারাপদবাবুর মৃত্যু হলেও রাতভর মেদিনীপুর মেডিক্যাল কলেজের মর্গে দেহ সংরক্ষণ করা হয় পরিবারের তরফে।

প্রসঙ্গত, সামনেই দেবের নতুন সিনেমা ‘প্রজাপতি’-র মুক্তির তারিখ। সেই কারণে প্রচারের জন্য ব্যস্ত রয়েছেন তিনি। ঠিক এই সময়ে এহেন খবরে শোকস্তব্ধ অভিনেতা। জেঠুর মৃত্যু সংবাদ পাওয়ার পর তড়িঘড়ি শনিবার দুপুরে গ্রামে এসে পৌঁছন দেব। ফুলের মালা দিয়ে প্রথমে শ্রদ্ধা জানান তিনি। এরপর পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে খাটিয়ায় কাঁধ মিলিয়ে শব দেহ অন্ত্যেষ্টির উদ্দেশে নিয়ে যান সকলের প্রিয় রাজু।

যদিও আজ সংবাদ মাধ্যমের সামনে কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি অভিনেতা সাংসদ দেব।

প্রসঙ্গত, দু’বছর আগে অভিনেতা হারিয়েছিলেন তাঁর আর এক জেঠু শক্তিপদ অধিকারীকে। শক্তিপদবাবু সিপিএমের কেশপুর জোনাল কমিটির সদস্য ছিলেন। শক্তিবাবুর প্রয়াণের পর মহিষদায় টিনের ছাউনি দেওয়া মাটির ঘরে বসে স্মৃতিচারণা করতে দেখা যায় অভিনেতাকে। এরপর আজ পরিবারের আরও এক সদস্যকে হারিয়ে রীতিমত শোকস্তব্ধ তিনি

Next Article