Murder: খড়গপুরে মেলার মধ্যেই এ কী কাণ্ড! এক মুহূর্তে থেমে গেল সব, পুলিশ এলেও শেষ রক্ষা হল না

Debabrata Sarkar | Edited By: জয়দীপ দাস

Nov 17, 2024 | 2:41 PM

Murder: পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কলাইকুন্ডার পড়াডিহা বাজার এলাকায় শুক্রবার থেকে চলছিল রাস উৎসব। ওই পুজো কমিটির সভাপতিও ছিলেন উমাশঙ্কর। শনিবার রাতে মেলা চলাকালীন নিজের কাজের জায়গাতেই ছিলেন তিনি। তখনই ঘটে এই ঘটনা।

Murder: খড়গপুরে মেলার মধ্যেই এ কী কাণ্ড! এক মুহূর্তে থেমে গেল সব, পুলিশ এলেও শেষ রক্ষা হল না
ব্যাপক শোরগোল এলাকায়
Image Credit source: TV 9 Bangla

Follow Us

খড়গপুর: জমি নিয়ে ঝামেলা। আর তার জেরেই এক ব্যক্তি গলার নলি কেটে খুনের অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত কলাইকুন্ডার পড়াডিহা বাজার এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল এলাকায়। মৃত ব্যক্তির নাম উমাশঙ্কর মাহাতো। পেশায় জমি ব্যবসায়ী। বয়স ৪৭। বাড়ি কলাইকুন্ডার কোরিয়াশোল। এদিকে যাঁদের বিরুদ্ধে অভিযোগ ঘটনার পর থেকেই তাঁরা পলাতক বলে জানা যাচ্ছে। তাঁদের খোঁজে পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে বলে জানা যাচ্ছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কলাইকুন্ডার পড়াডিহা বাজার এলাকায় শুক্রবার থেকে চলছিল রাস উৎসব। ওই পুজো কমিটির সভাপতিও ছিলেন উমাশঙ্কর। শনিবার রাতে মেলা চলাকালীন নিজের কাজের জায়গাতেই ছিলেন তিনি। অভিযোগ, সেই সময়ই আচমকা তিন দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে মুহূর্তেই কেটে ফেলা হয় তাঁর গলার নলি। তারপরই এলাকা ছেড়ে চম্পট। এদিক ঘটনার  খবর চাউর হতেই এলাকায় রীতিমতো শোরগোল পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। রক্তাক্ত অবস্থাতেই খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই খুন। তবে অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এলাকার লোকজনের পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের সদস্যদেরও। এরইমধ্যে গুরুতর অভিযোগ করেছে পরিবারের লোকজন। তাঁদের দাবি, তাঁদেরই পরিবারের সদস্য রাজু মাহাতো, মঙ্গল মাহাতোর সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিবাদ চলছিল। ওই দু’জন ছাড়াও আরও একজন এই খুনের সঙ্গে জড়িত বলে সন্দেহ তাঁদের। তাঁদের সকলের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। 

এই খবরটিও পড়ুন

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Next Article