Bangla NewsWest bengalPaschim medinipur Two pictures in one district! On one side, the farmers are sowing paddy in the joy of the rain, on the other hand, the water from the pump is still being relied on
Paschim Medinipur Farming: এক জেলায় দুই ছবি! একদিকে বৃষ্টির আনন্দে ধান বুনছেন কৃষকরা, ওদিকে তখনও ভরসা পাম্পের জল
Paschim Medinipur: একদিকে যখন ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুর এলাকায় বৃষ্টির জমা জলের জেরে খুশি কৃষকরা, ঠিক তখনই পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড, গড়বেতা, ফাল্গুনী এলাকায় বৃষ্টি না হওয়ার কারণে কপালে ভাঁজ পড়েছে কৃষকদের।