
ঘাটাল: অযোধ্যা থেকে এসেছি। পরিবারের মঙ্গলের জন্য দোয়া করব। প্রণামি দাও। এই বলেই বাড়ির সামনে হাজির হয়েছিলেন দুই সাধু। বুধবার সকালে দাসপুর থানার গুডল্লি গ্রামের মণ্ডল বাড়ির সামনে হাজির হন ওই দুই সাধু। হাত মুঠো করে সামান্য কিছু প্রণামী সাধু বাবাকে দেন আদিত্য মণ্ডলের স্ত্রী রুমা।
সাধুবাবা গৃহবধূর হাতের মুঠোয় রেখে দিলেন মাটির ডালা। মুঠো খুলতেই চক্ষু চড়কগাছ গৃহবধূর। গৃহবধূ হাতের মুঠো খুলে দেখেন মাটির ডালা পরিণত হয়েছে শিব ঠাকুরে! এরপর আরও কিছু টাকা দিতেই গৃহবধূর হাতের মুঠোয় এলো চকচকে পাথর। পরে আরও টাকা সাধুকে দেন ওই গৃহবধূ। এভাবেই কয়েক হাজার টাকা চলে যায় তাঁর। গৃহবধূ মনে মনে ভাবেন, যাক আশীর্বাদ তো পাওয়া গেল।
বেশ কিছুক্ষণ পেরিয়ে যাওয়ার পরও দুই সাধু ওই গ্রামেই ছিলেন। বেশ কয়েকজন যুবক দুই সাধুকে ধরে জিজ্ঞাসাবাদ করছিলেন। এরপর অভিযোগ ওঠে, ওই পাড়ারই এক মহিলার সঙ্গে খারাপ আচরণ করেছেন দুই সাধু। শুধু তাই নয় পাড়ার বেশ কয়েকজনের কাছ থেকে একইভাবে টাকা তুলেছেন তাঁরা। কারও কাছ থেকে ৫০০, আবার কারও কাছ থেকে হাজার হাজার টাকা নিয়েছেন ওই দুই সাধু। একে একে অভিযোগগুলো সামনে আসতেই সত্যিটা প্রকাশ্যে আসে।
ঘটনার পর খবর দেওয়া হয় দাসপুর থানায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দাসপুর থানার পুলিশ। পুলিশ গিয়ে দুই সাধুকে আটক করে নিয়ে যায় দাসপুর থানায়। গ্রামে এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।