School: খেলার সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গেট, আশঙ্কাজনক ২ স্কুল পড়ুয়া

Ashim Bera | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 17, 2024 | 10:54 PM

Daspur: জানা গিয়েছে, শনিবার স্কুল ছুটির পর খেলাধুলো করছিল পাশের উচ্চ বিদ্যালয়ের স্কুল পড়ুয়ারা। সেই সময় প্রাথমিক বিদ্যালয়ের দুই মাস আগে তৈরি হওয়া নতুন গেট ভেঙে পড়ে চাপা পড়ে দুই পড়ুয়ার। অভিযোগ, বেশ কিছুক্ষণ ধরে চাপা হয়ে পড়া অবস্থায় থাকে তারা।

School: খেলার সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গেট, আশঙ্কাজনক ২ স্কুল পড়ুয়া
দেওয়াল চাপা পড়ে আহত পড়ুয়া
Image Credit source: Tv9 Bangla

Follow Us

দাসপুর: ভেঙে পড়ল প্রধান গেট। প্রবেশ পথের সেই গেট ভেঙে পড়ে আশঙ্কাজনক দুই স্কুল পড়ুয়া। একজনের নাম বিজয় সাঁতরা অপরজন সুজন সিং। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার ধরমপুর প্রাথমিক বিদ্যালয়ে।

জানা গিয়েছে, শনিবার স্কুল ছুটির পর খেলাধুলো করছিল পাশের উচ্চ বিদ্যালয়ের স্কুল পড়ুয়ারা। সেই সময় প্রাথমিক বিদ্যালয়ের দুই মাস আগে তৈরি হওয়া নতুন গেট ভেঙে পড়ে চাপা পড়ে দুই পড়ুয়ার। অভিযোগ, বেশ কিছুক্ষণ ধরে চাপা হয়ে পড়া অবস্থায় থাকে তারা।

স্থানীয় বাসিন্দারা চিৎকার শুনে ওই দুই স্কুল পড়ুয়াকে উদ্ধার করে নিয়ে যায় চিকিৎসার জন্য। দু’জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোনও রকম রড না দিয়েই তৈরি করা হয়েছিল গেটের উপর থাকা নির্মাণটি। নব নির্মিত এই কনস্ট্রাকশন কীভাবে ভেঙে পড়ায় উঠছে প্রশ্ন ? স্থানীয় বাসিন্দা বলেন, “এখানে দুটো ছেলে খেলছিল। আচমকা দেওয়াল ভেঙে পড়ে। চাপা পড়ে গুরুতর আহত হয়।” এক অভিভাবক বলেন, “ওরা যখন খেলছিল সেই সময় কেউ ছিল না। এক অভিভাবক বলেন কে কোথায় আছ বাঁচাও। আমি এসে দেখি ওরা চাপা পড়ে রয়েছে।”

Next Article