
মেদিনীপুর: কলেজের ফেস্ট, স্বাভাবিকভাবে ছেলেমেয়েরা মজায় মত্ত! আচমকাই কলেজের ভিতর ঢুকে পড়েন কয়েকজন যুবক। শুরু হয়ে যায় ধস্তাধস্তি। আর ভিড়ের মাঝেই কলেজের মেয়েদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠানকে ঘিরে গন্ডগোল, হাতাহাতি। বেশ কয়েকজন ছাত্র-ছাত্রীকে ভর্তি করা হল মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় নবীন বরণ অনুষ্ঠানকে ঘিরে একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠান চলার সময় বেশ কয়েকজন বহিরাগত এসে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে প্রথম বচসায় জড়ায়, পরে মারধর করা হয় বলে অভিযোগ।
উল্লেখ্য, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শাসক দল তৃণমূলের ছাত্র সংগঠনের মধ্যে বেশ কিছুদিন ধরেই বিভাজন লক্ষ্য করা যায়। এই দুই গোষ্ঠীর মধ্যেই গন্ডগোল বলে দাবি আয়োজক ছাত্রদের। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলছেন ছাত্ররাই । বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অনুষ্ঠানে বহিরাগত ছাত্ররা কীভাবে ঢুকলেন, তা নিয়েও প্রশ্ন তুলছেন ছাত্রদের একাংশ। তারই প্রতিবাদে শুক্রবার ছাত্ররা আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন।
তৃণমূলের ছাত্র পরিষদের নেতা অভিযোগ, “আমাদের চার পাঁচ জনের ওপর অনুষ্ঠানের দায়িত্ব ছিল। অনুষ্ঠান চলছিল, হঠাৎ বহিরাগত কিছু ছেলে এসে ব্যাঘাত করে, মারধর করে, মেয়েদের বুকেও হাত দেয় ওরা। সঙ্গে আমাদের হস্টেলের ছেলেরাও রয়েছে। তা নিয়ে ঝামেলা হাতাহাতি হয়। বিশ্ববিদ্যালয়ের ভিতরে বহিরাগতরা ঢুকেছিল।” কলেজের আরেক ছাত্র বলেন, “ফেস্ট চলছিল। আচমকাই ওঁরা হামলা চালায়। দলবল পাকিয়ে কলেজের ভিতর ঢুকে পড়ে। যারা করেছে, তাদের কাউকেই সেভাবে আমরা চিনি না।” বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে ফোন করা হলে, কোনও প্রত্যুত্তর পাওয়া যায়নি।