Medinipur: হাইস্কুলের সামনে পিঠে ব্যাগ নিয়ে ঘুরছিল! ‘ছাত্রের’ পরিচয় ফাঁস হতেই উদ্বেগে পুলিশকর্তারা

Medinipur School: সোমবারই ওই দুষ্কৃতীকে খড়গপুর আদালতে পেশ করা হয়েছে। জানা গিয়েছে, রবিবার রাতে খড়্গপুরের অতুল মনি হাই স্কুলের সামনে গোপন সূত্রে খবর পেয়ে একটি স্করপিও গাড়িকে আটকায় খড়গপুর টাউন থানার পুলিশ। সেই গাড়িতেই তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ।

Medinipur: হাইস্কুলের সামনে পিঠে ব্যাগ নিয়ে ঘুরছিল! ছাত্রের পরিচয় ফাঁস হতেই উদ্বেগে পুলিশকর্তারা
স্কুলের সামনে থেকে অস্ত্র উদ্ধারImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 08, 2025 | 3:11 PM

 মেদিনীপুর: হাইস্কুলের সামনে পিঠে ব্যাগ নিয়ে ঘুরছিল। কারোর সেভাবে সন্দেহ হয়নি। স্কুলের সামনে পড়ুয়াদেরই ভিড় থাকে। কিন্তু সেই ভিড়ের মাঝেই মিশেছিল সে! ব্যাগ অত্যন্ত ভারী ছিল। ঠিক মতো বইতে পারছিল না। তাতেই সন্দেহ। ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার অস্ত্র। খড়্গপুরের অতুলমনী হাই স্কুলের সামনে থেকে অস্ত্রসহ গ্রেফতার করা হল এক দুষ্কৃতীকে। দুষ্কৃতীর কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি বন্ধুক, ৮ এম এম ক্যালিবার, কার্তুজ।

সোমবারই ওই দুষ্কৃতীকে খড়গপুর আদালতে পেশ করা হয়েছে। জানা গিয়েছে, রবিবার রাতে খড়্গপুরের অতুল মনি হাই স্কুলের সামনে গোপন সূত্রে খবর পেয়ে একটি স্করপিও গাড়িকে আটকায় খড়গপুর টাউন থানার পুলিশ। সেই গাড়িতেই তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ। কী উদ্দেশ্যে এবং কোথায় এই গাড়িটি যাচ্ছিল তা খতিয়ে দেখা হয়েছে পুলিশের তরফে।

খড়গপুর টাউন থানায় সাংবাদিক বৈঠক করে জানান খড়্গপুরের এসডিপিও ধীরজ ঠাকুর, খড়গপুর টাউন থানার নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক পার্থ সারথি পাল। এক প্রত্যক্ষদর্শী বলেন, “আমরা কেউই বুঝতে পারিনি। আমাদের কারোর সন্দেহও হয়নি। বাচ্চারা তো স্কুলে যাতায়াত করছিই। সঙ্গে অনেকে টিউশনও পড়ে স্কুলে পাশে। ব্যাগ নিয়ে স্কুলের সামনে অস্ত্র নিয়ে কেউ আসতে পারে, আমরা দুঃস্বপ্নেও ভাবিনি। তাতে সত্যিই ভয় লাগছে।” ওই যুবক এলাকার কোনও অস্ত্র পাচারকারীর সঙ্গে যুক্ত কিনা, সেটাই খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সঙ্গে আর কে কে জড়িত, কাকে অস্ত্র দিতে এসেছিল, সবই খতিয়ে দেখা হচ্ছে।